Thank you for trying Sticky AMP!!

বাংলাদেশি শিক্ষকদের জন্য যুক্তরাষ্ট্রের বৃত্তি

বাংলাদেশিসহ বিশ্বের বিভিন্ন দেশের জন্য যুক্তরাষ্ট্রের ফুলব্রাইট বৃত্তির ঘোষণা দেওয়া হয়েছে। ২০২৩-২৪ সালের ফুলব্রাইট টিচিং এক্সিলেন্ট অ্যান্ড অ্যাচিভমেন্টে (ফুলব্রাইট টিইএ) আবেদন গ্রহণ শুরু হয়েছে।

এটি ইউএস ডিপার্টমেন্ট অব স্টেট এক্সচেঞ্জের একটি প্রোগ্রাম। এ বৃত্তি পেলে ছয় সপ্তাহের জন্য বাংলাদেশি শিক্ষকেরা যুক্তরাষ্ট্রে প্রশিক্ষণ নেবেন। এটি একটি পেশাদার উন্নয়ন প্রোগ্রাম।

এ প্রোগ্রামের আওতায় যুক্তরাষ্ট্রে ২০২৪ সালের জানুয়ারিতে অথবা একই বছরের সেপ্টেম্বরে পেশার বিকাশের জন্য একাডেমিক সেমিনারে অংশ নেওয়ার সুযোগ পাবেন বৃত্তিপ্রাপ্তরা। স্থানীয় বিশ্ববিদ্যালয়ে এবং স্থানীয় বিদ্যালয়ে শিক্ষক ও শিক্ষার্থীদের সঙ্গে তাঁদের দক্ষতা পর্যবেক্ষণ ও শেয়ার করতে পারবেন।

ফুলব্রাইট টিইএ–তে আবেদনের শেষ দিন ১১ এপ্রিল। ওই দিন বাংলাদেশ সময় ৯টা ৫০ মিনিটের মধ্য আবেদন করতে হবে আগ্রহী ব্যক্তিদের।

আবেদনের যোগ্যতা

  • মাধ্যমিক স্তরের পূর্ণ সময়ের ইংরেজি, গণিত, বিজ্ঞান বা সামাজিক অধ্যয়নের শিক্ষক হতে হবে।

  • শিক্ষাদানে ন্যূনতম পাঁচ বছরের অভিজ্ঞতা থাকতে হবে।

  • ইংরেজিতে কথা বলা এবং লেখার দক্ষতা থাকতে হবে।

  • মাইক্রোসফট ওয়ার্ড এবং এক্সেলের মতো মাইক্রোসফট অফিস স্যুট প্ল্যাটফর্মগুলোর সঙ্গে পরিচিত হতে হবে।

  • বাংলাদেশে বসবাসরত নাগরিক হতে হবে।

Also Read: ইউজিসির পিএইচডি ফেলোশিপের আবেদন চলছে, মাসে মিলবে ৩০,০০০ টাকা

Also Read: যুক্তরাজ্যের এসেক্স ইউনিভার্সিটিতে বৃত্তি নিয়ে পড়ার সুযোগ

যুক্তরাষ্ট্রের ফুলব্রাইট টিচিং এক্সিলেন্ট অ্যান্ড অ্যাচিভমেন্টে (ফুলব্রাইট টিইএ) আবেদন সম্পর্কে জানতে অনলাইনে তে ঢুঁ মারতে পারেন আগ্রহীরা। সমস্যা হলে বা ফুলব্রাইট বৃত্তির জন্য অনলাইনে আবেদন করার ক্ষেত্রে কোনো ধরনের অসুবিধায় পড়লে ChowdhuryKS@State.gov এ যোগাযোগ করতে পারেন আগ্রহী ব্যক্তিরা।