Thank you for trying Sticky AMP!!

যে আবেদনকারী কখনো স্নাতক স্তরে পড়াশোনা করেননি তিনি অগ্রাধিকার পাবেন ‘রিচ অক্সফোর্ড স্কলারশিপ-২০২৪’–এ

অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ে স্কলারশিপ, মাসিক বৃত্তি, বিমান টিকিটসহ নানা সুবিধা

অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ে বৃত্তি নিয়ে পড়ার সুযোগ আছে উন্নয়নশীল দেশের শিক্ষার্থীদের। এসব দেশের শিক্ষার্থীরা স্নাতক পর্যায়ে বিভিন্ন বিষয়ে পড়ার সুযোগ আছে। অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ে এ বৃত্তির নাম ‘রিচ অক্সফোর্ড স্কলারশিপ-২০২৪’। উন্নয়নশীল দেশের যে যে শিক্ষার্থী অর্থনৈতিক বা উপযুক্ত শিক্ষার সুযোগ-সুবিধার অভাবে নিজেদের দেশে অধ্যয়ন করতে পারছেন না, তারা এ স্কলারশিপে অগ্রাধিকার পাবেন। বাংলাদেশসহ উন্নয়নশীল দেশের শিক্ষার্থীরা এ বৃত্তির জন্য আবেদন করতে পারবেন ৭ ফেব্রুয়ারি পর্যন্ত। আবেদন অনলাইনে আবেদন করা যাবে।

Also Read: যুক্তরাজ্যর থিঙ্ক বিগ স্কলারশিপ, স্নাতকে মিলবে ১৮ লাখ, স্নাতকোত্তরে ৩৬

সুযোগ সুবিধাসমূহ—
*কোর্সের মেয়াদ অনুযায়ী স্কলারশিপের মেয়াদ ৩–৪ বছর হয়ে থাকে;
*সম্পূর্ণ কোর্স ফি মওকুফ করা হবে;
*জীবনযাত্রার খরচ বাবদ মাসিক উপবৃত্তি মিলবে;
*প্রতিবছর বিমানে আসা-যাওয়ার জন্য একবার টিকিট মিলবে।

আবেদনের যোগ্যতা—
*অক্সফোর্ড বিশ্ববিদ্যালয় থেকে ভর্তির অফার পেতে হবে;
*অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের ভর্তির প্রয়োজনীয় যোগ্যতা পূরণ করতে হবে;
*প্রার্থীকে পড়াশোনা শেষ করার পর নিজ দেশে ফিরে যাওয়ার ইচ্ছা পোষণ করতে হবে;
*যে আবেদনকারী কখনো স্নাতক স্তরে পড়াশোনা করেননি অগ্রাধিকার পাবেন তিনি।

Also Read: এসএসসি পরীক্ষার্থী ২০ লাখ ২৪ হাজার, শিক্ষা মন্ত্রণালয়ের যত নির্দেশনা

কোর্সের মেয়াদ অনুযায়ী রিচ অক্সফোর্ড স্কলারশিপের মেয়াদ ৩–৪ বছর হয়ে থাকে

আবেদন প্রক্রিয়া
এ কোর্সের জন্য এ আবেদন করতে এ ঢুঁ মারতে হবে। ‘রিচ অক্সফোর্ড স্কলারশিপে’ আবেদন করতে এবং স্কলারশিপ সম্পর্কে বিস্তারিত জানার জন্য এখানে ক্লিক করুন

Also Read: রাজশাহী বিশ্ববিদ্যালয়ের আইটিতে পিজিডি কোর্সে ভর্তির সুযোগ