Thank you for trying Sticky AMP!!

কমনওয়েলথ শেয়ার্ড স্কলারশিপ, মাসিক ভাতা–আবাসন–বিমানভাডার সঙ্গে সন্তান লালনপালনের ব্যয়

কমনওয়েলথভুক্ত দেশের শিক্ষার্থীদের বিনা মূল্যে স্নাতকোত্তর প্রোগ্রামে অধ্যয়নের সুযোগ দিচ্ছে যুক্তরাজ্য। কমনওয়েলথ শেয়ার্ড স্কলারশিপের আওতায় নির্বাচিত শিক্ষার্থীরা এক বছরের এই স্কলারশিপ পাবেন। আবেদন চলছে। কমনওয়েলথ শেয়ার্ড স্কলারশিপ স্কিম হলো ডিপার্টমেন্ট ফর ইন্টারন্যাশনাল ডেভেলপমেন্ট (ডিএফআইডি) এবং যুক্তরাজ্যের ইউনিভার্সিটি অব বার্মিংহামের একটি যৌথ উদ্যোগ। এ উদ্যোগের উদ্দেশ্য, যুক্তরাজ্যে অধ্যয়ন করতে সক্ষম নন—এমন কমনওয়েলথভুক্ত উন্নয়নশীল দেশের শিক্ষার্থীদের স্কলারশিপ দেওয়া।

Also Read: আইইএলটিএসে লিসেনিংয়ে দক্ষতা বাড়ানোর ১০ টিপস

আবেদনের যোগ্যতা

  • কমনওয়েলথভুক্ত দেশের নাগরিক হতে হবে;

  • ২০২৪ সালের সেপ্টেম্বর সেশনে যুক্তরাজ্যে লেখাপড়া শুরু করার সক্ষমতা থাকতে হবে;

  • উচ্চ আয়ের দেশগুলোতে এক বছর বা তার বেশি লেখাপড়া অথবা কাজ করলে এ স্কলারশিপে আবেদন করা যাবে না;

  • যুক্তরাজ্যের কোনো বিশ্ববিদ্যালয়ে এই স্কলারশিপ ছাড়া লেখাপড়া করার সামর্থ্য থাকা যাবে না;

  • প্রয়োজনীয় সব ডকুমেন্ট নির্ধারিত ফরম্যাটে (যদি থাকে) জমা দিতে হবে।

Also Read: বাংলাদেশি শিক্ষার্থীদের বিনা খরচে উচ্চশিক্ষার সুযোগ চীনে

সুযোগ সুবিধা

  • সম্পূর্ণ টিউশন ফি মিলবে

  • যাতায়াতের জন্য বিমানভাড়া

  • মেট্রোপলিটন এলাকায় বসবাসকারীদের জন্য ১ হাজার ৬৫২ ব্রিটিশ পাউন্ড

  • জীবনযাপন ভাতা হিসেবে মাসে£১ হাজার ৩৪৭ ব্রিটিশ পাউন্ড মিলবে

  • থিসিস গ্র্যান্ট হিসেবে ২২৫ ব্রিটিশ পাউন্ড অনুদান মিলবে

  • বিধবা, তালাকপ্রাপ্ত অথবা একক পিতা বা মাতা হলে প্রথম সন্তানের জন্য প্রতি মাসে ৫৭৬ ব্রিটিশ পাউন্ড। ১৬ বছরের কম বয়সী দ্বিতীয় এবং তৃতীয় সন্তানের জন্য প্রতি মাসে ১৪৩ ব্রিটিশ পাউন্ড মিলবে।

Also Read: সিঙ্গাপুর গ্র্যাজুয়েট অ্যাওয়ার্ড বৃত্তি, মাসে ২২০০ সিঙ্গাপুরি ডলারের সঙ্গে আবাসন-টিউশন ফ্রি

আবেদনের শেষ সময়
আগামী ১৪ ডিসেম্বর ২০২৩।

আবেদনের প্রক্রিয়া
একাধিক কোর্স অথবা বিশ্ববিদ্যালয়ের জন্য আবেদন করতে পারবেন আগ্রহী শিক্ষার্থীরা। তবে কেবল একটি স্কলারশিপের প্রস্তাবই গ্রহণ করতে হবে। আবেদন করতে ক্লিক করুন এখানে।

Also Read: বাংলাদেশি শিক্ষার্থীদের বিনা খরচে উচ্চশিক্ষার সুযোগ চীনে

Also Read: বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের বঙ্গবন্ধু পিএইচডি বৃত্তি, মাসে ৪০,০০০ টাকা