Thank you for trying Sticky AMP!!

নতুন চিপসেট আনছে স্যামসাং

নতুন চিপসেট আনছে স্যামসাং

শিগগিরই নতুন চিপসেট ‘এক্সিনোস ১০৮০’ উন্মুক্ত করছে দক্ষিণ কোরিয়ার প্রতিষ্ঠান স্যামসাং। প্রতিষ্ঠানটির গবেষকেরা সম্প্রতি এ দাবি করেছেন। প্রযুক্তিবিষয়ক ওয়েবসাইট স্প্যারোনিউজের এক প্রতিবেদনে বলা হয়েছে, শিগগিরই নতুন প্রযুক্তি চিপসেট বাজারে ছাড়বে স্যামসাং।

চীনের স্যামসাং সেমিকন্ডাক্টর রিসার্চ ইনস্টিটিউটের পরিচালক প্যান শোয়েবাও স্যামসাং নতুন চিপসেটের কথা বলেছেন। গিজমোচায়নার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

এক্সিনোস ১০৮০ চিপসেট মূলত ৫ ন্যানোমিটার প্রযুক্তির চিপসেট হতে পারে। এটি আরও বেশি শক্তিসাশ্রয়ী হবে।

গবেষক শোয়েবাও দাবি করেন, এক্সিনোস ১০৮০ চিপসেটে এআরএমের কর্টেক্স এ৭৮ চিপসেট ও মালি-জি৭৮ সিপিইউ ও জিপিইউ আর্কিটেকচার প্রযুক্তি ব্যবহৃত হবে। এর মধ্যে কর্টেক্স এ৭৮ সিপিইউ ২.১ গিগাহার্টজ পারফরম্যান্স দেখাবে, যা আগের এ৭৭ সিপিইউয়ের তুলনায় ২০ শতাংশ বেশি। আগের জি৭৭–এর তুলনায় জি৭৮ জিপিইউ ২৫ শতাংশ বেশি পারফরম্যান্স দেখাবে।

এর আগে স্যামসাংয়ের বাজারে আনা এক্সিনোস ৯৮০ প্রসেসরটি গ্যালাক্সি এ৭১ (৫–জি), গ্যালাক্সি এ৫১ (৫–জি), ভিভো এস ৬ (৫–জি), ভিভো এক্স৩০ প্রো স্মার্টফোনে ব্যবহৃত হয়েছে।

এ ছাড়া এক্সিনোস ৯৯০ চিপসেট গ্যালাক্সি এস ২০, এস ২০ প্লাস ও এস ২০ আলট্রা স্মার্টফোনে ব্যবহৃত হয়েছে। স্যামসাং গ্যালাক্সি নোট ২০, নোট ২০ আলট্রা ও এস২০এফই মডেলের স্মার্টফোনেও এক্সিনোস ৯৯০ ব্যবহৃত হয়েছে।

এক্সিনোস ১০৮০–এর পাশাপাশি স্যামসাং আরেকটি ৫ ন্যানোমিটার ফ্ল্যাগশিপ চিপসেট তৈরি করছে বলে গুঞ্জন রয়েছে। ওই চিপসেটকে বলা হয় এক্সিনোস ২১০০। নতুন চিপসেটগুলো স্যামসাংয়ের কয়েকটি মডেলের স্মার্টফোনে দেখা যাবে।