Thank you for trying Sticky AMP!!

এইচএসসি ২০২২ - ফিন্যান্স, ব্যাংকিং ও বিমা ১ম পত্র | অধ্যায় ১ : বহুনির্বাচনি প্রশ্ন (৪১-৫০)

পুনর্বিন্যাসকৃত সিলেবাস অনুসারে

অধ্যায় ১

৪১. প্রতিনিধিত্বের সমস্যার মূল বিষয়টি কী?

ক. আর্থিক ব্যবস্থাপকগণ মালিকদের চেয়ে নিজেদের স্বার্থকে বেশি প্রাধান্য দেন

খ. আর্থিক ব্যবস্থাপকগণ কর্তৃক বিক্রয় প্রতিনিধিদের স্বার্থ ক্ষুণ্ন করা

গ. মালিক কর্তৃক প্রতিনিধিদের পারিশ্রমিক না দেওয়া

ঘ. বিক্রয় প্রতিনিধি নিয়োগে স্বজনপ্রীতি ও দুর্নীতি

৪২. তারল্য ও দেউলিয়াত্ব ঝুঁকির মধ্যে সম্পর্ক কেমন?

ক. ধনাত্মক খ. ঋণাত্মক

গ. নিরপেক্ষ ঘ. আনুপাতিক

৪৩. অর্থায়নের প্রথম কাজ কোনটি?

ক. তহবিল সংগ্রহ

খ. তহবিল বণ্টন

গ. মূলধন সংরক্ষণ

ঘ. স্বল্পমেয়াদি সম্পদ ব্যবস্থাপনা

৪৪. বিনিময়ের মাধ্যম হিসেবে সর্বজন গ্রহণযোগ্য দ্রব্যকে কী বলে?

ক. অর্থ খ. মুনাফা

গ. আয় ঘ. ব্যয়

৪৫. মি. তাকি একটি কোম্পানির শেয়ার ক্রয় না করে একাধিক কোম্পানির শেয়ারে তাঁর সঞ্চিত অর্থ বিনিয়োগ করতে আগ্রহী। এ ক্ষেত্রে তিনি অর্থায়নের নিচের কোন নীতিটি অনুসরণ করছেন?

ক. মুনাফা ও তারল্য নীতি

খ. পোর্টফোলিও বৈচিত্র্যায়ণ নীতি

গ. ঝুঁকি ও মুনাফা সমন্বয় নীতি

ঘ. উপযুক্ততার নীতি

৪৬. ২০২০ সালে একটি নতুন প্রকল্পে বিনিয়োগের জন্য ম্যাক্স লিমিটেডের ৫০,০০,০০০ টাকা প্রয়োজন। কোম্পানিটি বাজারে শেয়ার বিক্রয়ের মাধ্যমে অথবা দীর্ঘমেয়াদি ঋণের মাধ্যমে উক্ত অর্থ সংগ্রহ করতে পারে। অর্থায়নের ভাষায় অর্থ সংগ্রহের এ কার্যটিকে কী বলা যায়?

ক. আর্থিক সিদ্ধান্ত

খ. বিনিয়োগ সিদ্ধান্ত

গ. সম্পদ ব্যবস্থাপনা সিদ্ধান্ত

ঘ. নগদ তহবিল ব্যবস্থাপনা সিদ্ধান্ত

৪৭. একটি দেশের সরকার যদি উন্নয়নমূলক কোনো কাজ করতে চায়, তাহলে তারা কীভাবে এর অর্থায়ন করবে?

ক. নিজস্ব অর্থায়ন

খ. সরকারি অর্থায়ন

গ. বেসরকারি অর্থায়ন

ঘ. আন্তর্জাতিক অর্থায়ন

৪৮. সরকারি অর্থায়নে সর্বাগ্রে বিবেচনার বিষয় কোনটি?

ক. আয় খ. ব্যয়

গ. সঞ্চয় ঘ. বিনিয়োগ

৪৯. আমদানি ও রপ্তানি বাণিজ্যের ক্ষেত্রে প্রযোজ্য অর্থায়নকে কী বলে?

ক. সরকারি অর্থায়ন

খ. ব্যক্তিগত অর্থায়ন

গ. অব্যবসায় অর্থায়ন

ঘ. আন্তর্জাতিক অর্থায়ন

৫০. জামানতযুক্ত ঋণ বলতে কী বুঝি?

ক. দেয় নোট খ. স্বীকৃতিপত্র

গ. ঋণরেখা ঘ. ট্রাস্ট রশিদ

সঠিক উত্তর

অধ্যায় ১: ৪১.ক ৪২.খ ৪৩.ক ৪৪.ক ৪৫.খ ৪৬.ক ৪৭.খ ৪৮.খ ৪৯.ঘ ৫০.খ

মোহাম্মদ জয়নাল আবেদীন, প্রভাষক, সিদ্ধেশ্বরী কলেজ, ঢাকা

Also Read: এইচএসসি ২০২২ - ফিন্যান্স, ব্যাংকিং ও বিমা ১ম পত্র | অধ্যায় ১ : বহুনির্বাচনি প্রশ্ন (৩১-৪০)