Thank you for trying Sticky AMP!!

এইচএসসি ২০২২ - হিসাববিজ্ঞান ১ম পত্র | অধ্যায় ৪ : বহুনির্বাচনি প্রশ্ন (৪১-৫০)

পুনর্বিন্যাসকৃত সিলেবাস অনুসারে

অধ্যায় ৪

৪১. অনুপার্জিত আয় কী?

ক. আয় খ. দায়

গ. সম্পদ ঘ. স্বত্বাধিকার

৪২. নিচের কোনটি মুনাফাজাতীয় ব্যয়ের উদাহরণ?

ক. বিলম্বিত বিজ্ঞাপন খ. প্রাথমিক খরচাবলি

গ. শেয়ার অবহার ঘ. সুদ প্রদান

৪৩. সম্ভাব্য দায় উদ্বৃত্তপত্রের কোন দিকে হবে?

ক. ডেবিট দিকে খ. ক্রেডিট দিকে

গ. উভয় দিকে ঘ. কোনো দিকেই নয়

৪৪. নিচের কোনটি স্পর্শনীয় সম্পত্তি?

ক. প্রাথমিক খরচাবলি খ. সুনাম

গ. ভূমি ঘ. বিলম্বিত বিজ্ঞাপন

৪৫. নিচের কোন হিসাব উদ্বৃত্তটি রেওয়ামিলে অন্তর্ভুক্ত হয় না?

ক. প্রারম্ভিক মজুত খ. মূলধন

গ. প্রারম্ভিক নগদ উদ্বৃত্ত ঘ. সমাপনী ব্যাংক উদ্বৃত্ত

৪৬. হিসাবের গাণিতিক শুদ্ধতা যাচাই করা হয় হিসাবচক্রের কোন ধাপে?

ক. জাবেদাভুক্তকরণ

খ. খতিয়ানভুক্তকরণ

গ. রেওয়ামিল প্রস্তুতকরণ

ঘ. আর্থিক বিবরণী প্রস্তুতকরণ

৪৭. প্রারম্ভিক মজুত ২২,০০০ টাকা, ক্রয় ১,৩৫,০০০ টাকা, বিক্রয় ৩,৭৬,০০০ টাকা ও সমাপনী মজুত পণ্য ৩৭,০০০ টাকা হলে, সমন্বিত ক্রয় কত?

ক. ১,২০,০০০ টাকা

খ. ৩৩০ টাকা

গ. ৯৮,০০০ টাকা

ঘ. ১,৫০,০০০ টাকা

৪৮. ‘রেওয়ামিল প্রস্তুত করা আবশ্যক’—এ উক্তিটি কী?

ক. সঠিক খ. সঠিক নয়

গ. কোনোটিই সঠিক নয় ঘ. ওপরের সব কটি

৪৯. নিচের কোনটির মাধ্যমে হিসাবের ভুলত্রুটি ধরা পড়বে?

ক. রেওয়ামিল খ. জাবেদা

গ. খতিয়ান ঘ. নগদান বই

৫০. সম্পত্তির অবচয় ও অবলোপন রেওয়ামিলের কোন দিকে বসে?

ক. ডেবিট খ. ক্রেডিট

গ. ডেবিট ও ক্রেডিট ঘ. কোনো দিকেই নয়

সঠিক উত্তর

অধ্যায় ৪: ৪১.খ ৪২.ঘ ৪৩.ঘ ৪৪.গ ৪৫.গ ৪৬.গ ৪৭.ক ৪৮.খ ৪৯.ক ৫০.ক

মোহাম্মদ জয়নাল আবেদীন, প্রভাষক, সিদ্ধেশ্বরী কলেজ, ঢাকা

◀ বহুনির্বাচনি প্রশ্ন (৩১-৪০) | বহুনির্বাচনি প্রশ্ন (৫১-৬০) ▶