Thank you for trying Sticky AMP!!

পঞ্চম শ্রেণি – বাংলা | ঘাসফুল : প্রশ্নোত্তর (৫-৬)

পঞ্চম শ্রেণির পড়াশোনা

পঞ্চম শ্রেণির পড়াশোনা

৫। প্রশ্ন: সমার্থক শব্দ লেখো।

উত্তর

তীর — কূল

নিষ্ঠুর — কঠোর

মন — হৃদয়

মাথা — শির

সূর্য — রবি

৬। প্রশ্ন: ঘাসফুল আমাদের কাছে কী মিনতি করছে? কেন করছে?

উত্তর: ঘাসফুল হলো ঘাসের ছোট ছোট ফুল। ওরা প্রকৃতির বুকে পরম আনন্দে বেঁচে আছে। জীবনকে উপভোগ করছে হাওয়ার দোলায় আর সূর্যের আলোয়। ফুল ছিঁড়ে, পায়ের নিচে পিষে ফেলে মানুষ যেন তাদের কষ্ট না দেয়—ঘাসফুল আমাদের কাছে সেই মিনতি করছে। কারণ, ফুল ছেঁড়ার অর্থ ফুলকে মেরে ফেলা। গাছের যেমন প্রাণ আছে, ফুলেরও তেমনই প্রাণ আছে। গাছে ফুল ফুটলে তা দেখে আনন্দ পাওয়া চাই। ঘাসফুল আমাদের কাছে এই মিনতিই করছে।

খন্দকার আতিক, শিক্ষক, উইল্স লিট্ল ফ্লাওয়ার স্কুল অ্যান্ড কলেজ, ঢাকা

◀ প্রশ্নোত্তর (৩-৪)