Thank you for trying Sticky AMP!!

এইচএসসি ২০২৪ - সমাজকর্ম ২য় পত্র | অধ্যায় ২ : বহুনির্বাচনি প্রশ্ন (৫১-৬০)

পুনর্বিন্যাসকৃত সিলেবাস অনুসারে

অধ্যায় ২

উদ্দীপকটি পড়ে ৫১ নম্বর প্রশ্নের উত্তর দাও।

শিক্ষার্থীদের পড়ালেখায় অমনোযোগ, ঝরে পড়া, স্কুল পালানো দেখে নওয়াপাড়া মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক বেশ চিন্তিত হয়ে পড়েন। এ থেকে শিক্ষার্থীদের বাঁচাতে তিনি স্থানীয় একটি সমাজসেবা কেন্দ্রে যোগাযোগ করেন।

৫১. উক্ত সমাজকর্মের কর্মী হিসেবে তোমার করণীয় হবে —

i. শিক্ষার্থীর সঙ্গে সম্পর্ক স্থাপন

ii. দলীয় প্রক্রিয়ায় সহায়তা

iii. পরামর্শ প্রদান

নিচের কোনটি সঠিক?

ক. i ও ii খ. i ও iii

গ. ii ও iii ঘ. i, ii ও iii

৫২. শিক্ষার্থীর উন্নয়নে অগ্রণী ভূমিকা পালন করে থাকে কে?

ক. প্রধান শিক্ষক খ. শ্রেণিশিক্ষক

গ. সমাজকর্মী ঘ. মাতা–পিতা

৫৩. শিল্প সমাজকর্মের মূল বিবেচ্য বিষয় কোনটি?

ক. শিল্প দুর্ঘটনা হ্রাস

খ. মজুরি বৃদ্ধি

গ. বিনিয়োগ বৃদ্ধি

ঘ. পণ্যের মানোন্নয়ন

৫৪. শিল্পক্ষেত্রে সমাজকর্মের আবির্ভাব মূলত শিল্পের সঙ্গে জড়িত শ্রমিকদের—

i. অধিকার রক্ষার্থে

ii. নিরাপত্তা রক্ষার্থে

iii. স্বার্থ রক্ষার্থে

নিচের কোনটি সঠিক?

ক. i ও ii খ. i ও iii

গ. ii ও iii ঘ. i, ii ও iii

৫৫. শিল্পকারখানায় শ্রমিক–মালিকের অবস্থান কী রূপ হয়?

ক. সমমুখী খ. বিপরীতমুখী

গ. বন্ধুত্বপূর্ণ ঘ. প্রতিযোগিতামূলক

Also Read: এইচএসসি ২০২৪ - সমাজকর্ম ২ম পত্র | অধ্যায় ২ : বহুনির্বাচনি প্রশ্ন (৩১-৪০)

৫৬. কোন ধরনের শিশুদের জন্য বিদ্যালয় সমাজকর্মীরা শিক্ষার ব্যবস্থা করে থাকেন?

ক. গরিব শিশুদের

খ. ধনী শিশুদের

গ. প্রতিবন্ধী শিশুদের

ঘ. অনাথ কর্মজীবী শিশুদের

৫৭. চতুর্থ শিল্পবিপ্লব অংশ কোনটি?

ক. বাষ্পীয় ইঞ্জিন আবিষ্কার

খ. বিদ্যুৎ আবিষ্কার

গ. ইন্টারনেট আবিষ্কার

ঘ. কৃত্রিম বুদ্ধিমত্তার আবিষ্কার

৫৮. ৭০ বছরের করিম সাহেব কর্মক্ষমতা হারিয়েছেন। এর যৌক্তিক কারণ কী?

ক. তিনি শিশু খ. তিনি প্রবীণ

গ. তিনি অসুস্থ ঘ. তিনি সুস্থ

৫৯. আদালত সমাজকর্ম কাদের জন্য কাজ করে থাকে?

ক. আইনজীবীদের জন্য

খ. পুলিশদের জন্য

গ. অপরাধীদের জন্য

ঘ. মহিলা অপরাধীদের জন্য

৬০. শিল্প সংগঠনে সংশ্লিষ্ট সমাজকর্মীর ভূমিকা কী রূপ?

ক. শ্রমিক অসন্তোষ হ্রাস

খ. উৎপাদনক্ষমতা বৃদ্ধি

গ.কর্মী প্রশিক্ষণের ব্যবস্থা গ্রহণ

ঘ. সাংগঠনিক দ্বন্দ্ব নিরসন

সঠিক উত্তর

অধ্যায় ২: ৫১.ঘ ৫২.গ ৫৩.ক ৫৪.ঘ ৫৫.খ ৫৬.ঘ ৫৭.ঘ ৫৮.খ ৫৯.গ ৬০.ক

মাহমুদ বিন আমিন, প্রভাষক, সরকারি শহীদ সোহরাওয়ার্দী কলেজ, ঢাকা

Also Read: এইচএসসি ২০২৪ - সমাজকর্ম ২ম পত্র | অধ্যায় ২ : বহুনির্বাচনি প্রশ্ন (২১-৩০)