Thank you for trying Sticky AMP!!

দশম শ্রেণি - বাংলাদেশের ইতিহাস ও বিশ্বসভ্যতা | অধ্যায় ৪ : বহুনির্বাচনি প্রশ্ন (৫১-৬০)

দশম শ্রেণির পড়াশোনা

অধ্যায় ৪

৫১. লক্ষ্মণ সেনের শাসনকাল কোনটি?

ক. ১১৭৭—১২০৪ খ্রিষ্টাব্দ

খ. ১১৭৮—১২০৫ খ্রিষ্টাব্দ

গ. ১১৭৯—১২০৬ খ্রিষ্টাব্দ

ঘ. ১১৮০—১২০৭ খ্রিষ্টাব্দ

৫২. বখতিয়ার খলজি কত শতকে নদিয়া আক্রমণ করেন?

ক. দশম খ. একাদশ

গ. দ্বাদশ ঘ. ত্রয়োদশ

৫৩. বাংলায় মুসলিম সাম্রাজ্য প্রতিষ্ঠা হয় কোন স্থানকে কেন্দ্র করে?

ক. গৌড় খ. বঙ্গ

গ. পুন্ড্র ঘ. হরিকেল

৫৪. কোনটি ‘গঙ্গারিডই’ জাতির বাসস্থান ছিল?

ক. গঙ্গা ও পদ্মা নদীর মধ্যবর্তী অঞ্চল

খ. গঙ্গা ও ভাগীরথী নদীর মধ্যবর্তী অঞ্চল

গ. ভাগীরথী ও পদ্মা নদীর মধ্যবর্তী অঞ্চল

ঘ. ভাগীরথী ও যমুনা নদীর মধ্যবর্তী অঞ্চল

৫৫. অশোক কোন বংশের রাজা ছিলেন?

ক. পাল খ. সেন

গ. গুপ্ত ঘ. মৌর্য

৫৬. পাটলিপুত্রের নন্দ বংশীয় রাজার নাম কী?

ক. গোপাল ঘ. মগধাদি

গ. শশাঙ্ক ঘ. আলেকজান্ডার

৫৭. প্রাচীন বাংলার প্রথম সার্বভৌম শাসকের নাম কী?

ক. শশাঙ্ক খ. গোপাল

গ. গোচন্দ্র পাল ঘ. দেব পাল

৫৮. শশাঙ্কের রাজধানী কোথায় ছিল?

ক. মেদিনীপুর খ. কর্ণসুবর্ণ

গ. আসাম ঘ. কনৌজ

৫৯. সপ্তম শতকে গৌড়রাজ কে ছিলেন?

ক. শশাঙ্ক খ. বিক্রমাদিত্য

গ. অশোক ঘ. নারায়ণ

অনুচ্ছেদটি পড়ে ৬০ ও ৬১ নম্বর প্রশ্নের উত্তর দাও।

অয়ন ও রিজভি ‘প্রাচীন বাংলার শাসনব্যবস্থা’ নিয়ে আলোচনা করছিল। অয়ন বলল, বাংলাদেশে বর্তমানে যেমন পাঁচটি প্রশাসনিক ভাগ রয়েছে; যথা: বিভাগ, জেলা, উপজেলা, ইউনিয়ন এবং গ্রাম, ঠিক তেমনি প্রাচীন বাংলার একটি যুগে পাঁচটি প্রশাসনিক বিভাগে বিভক্ত ছিল এর শাসনকাঠামো।

৬০. অয়ন প্রাচীন বাংলার কোন যুগের প্রশাসনিক বিভাগের কথা বলল?

ক. গুপ্ত খ. মৌর্য

গ. পাল ঘ. সেন

সঠিক উত্তর

অধ্যায় ৪: ৫১.গ ৫২.ঘ ৫৩.ক ৫৪.গ ৫৫.ঘ ৫৬.খ ৫৭.ক ৫৮.খ ৫৯.ক ৬০.ক

মুহাম্মদ মিজানুর রহমান, সহকারী শিক্ষক, পিরোজপুর সরকারি বািলকা উচ্চবিদ্যালয়