Thank you for trying Sticky AMP!!

পদার্থবিজ্ঞান - এসএসসি ২০২৪

পূর্ণাঙ্গ সিলেবাস অনুসারে

[পূর্ববর্তী লেখার পর]

অধ্যায় ৪

৪৩. কোনো বস্তুর বিভবশক্তি বেশি হবে। যদি—

i. বলের মান বেশি হয়

ii. বস্তুর ভর বৃদ্ধি পায়

iii. বস্তুর অধিক সরণ ঘটানো হয়

নিচের কোনটি সঠিক?

ক. i ও ii খ. i ও iii

গ. ii ও iii ঘ. i, ii ও iii

৪৪. প্রকৃতিতে কত শতাংশ ইউরেনিয়াম বিদ্যমান?

ক. 0.9 শতাংশ খ. 0.8 শতাংশ

গ. 0.7 শতাংশ ঘ. 0.6 শতাংশ

৪৫. কাজের একক—

i. জুল

ii. নিউটন

iii. নিউটন মিটার

নিচের কোনটি সঠিক?

ক. i ও ii খ. i ও iii

গ. ii ও iii ঘ. i, ii ও iii

৪৬. নিউক্লীয় বিক্রিয়া হলো—

i. ফিশন

ii. শৃঙ্খল বিক্রিয়া

iii. তেজস্ক্রিয় বিক্রিয়া

নিচের কোনটি সঠিক?

ক. i ও ii খ. i ও iii

গ. ii ও iii ঘ. i, ii ও iii

Also Read: বহুনির্বাচনি প্রশ্ন (১-১০) : অধ্যায় ৬ | ভূগোল ও পরিবেশ - এসএসসি ২০২৪

৪৭. ক্ষমতার একক কোনটি?

ক. জুল খ. জুল/সেকেন্ড

গ. ওয়াট/সেকেন্ড ঘ. মিটার/ সেকেন্ড

৪৮. নিচের কোনটি জীবাশ্ম জ্বালানি নয়?

ক. কয়লা খ. পেট্রল

গ. বায়োগ্যাস ঘ. প্রাকৃতিক গ্যাস

৪৯. কাজের মাত্রা কত?

ক. ML2T-1 খ. MLT-1

গ. ML2T-2 ঘ. ML2T-3

সঠিক উত্তর

অধ্যায় ৪: ৪৩.ঘ ৪৪.গ ৪৫.খ ৪৬.ক ৪৭.খ ৪৮.গ ৪৯.গ

রমজান মাহমুদ, সিনিয়র শিক্ষক, গবর্নমেন্ট সায়েন্স হাইস্কুল, ঢাকা

[পরবর্তী দিনের লেখা]

Also Read: বহুনির্বাচনি প্রশ্ন (১১-২০) : অধ্যায় ৮ | ব্যবসায় উদ্যোগ - এসএসসি ২০২৪