Thank you for trying Sticky AMP!!

নবম শ্রেণি - বাংলা ১ম পত্র | স্বাধীনতা, এ শব্দটি কীভাবে আমাদের হলো : বহুনির্বাচনি প্রশ্ন (৩১-৪০)

নবম শ্রেণির পড়াশোনা

স্বাধীনতা, এ শব্দটি কীভাবে আমাদের হলো

৩১. ‘স্বাধীনতা, এ শব্দটি কীভাবে আমাদের হলো’ কবিতায় কবি কোথায় আসবে?

ক. পার্কে খ. প্রান্তরে

গ. সংসদে ঘ. উদ্যানে

৩২. ‘স্বাধীনতা, এ শব্দটি কীভাবে আমাদের হলো’ কবিতায় ‘কখন আসবেন কবি?’ — বাক্যে কবি কে?

ক. নির্মলেন্দু গুণ

খ. জীবনানন্দ দাশ

গ. শেখ মুজিবুর রহমান

ঘ. কাজী নজরুল ইসলাম

৩৩. কবির দৃষ্টিতে ‘জনসমুদ্রের উদ্যান’ কোনটি?

ক. জনসমুদ্রের তীর

খ. জনসমুদ্রের বাগান

গ. বিপ্লবী জনতার সংগ্রাম

ঘ. লাখো মানুষের ব্যাকুলতা

৩৪. বঙ্গবন্ধুর ঐতিহাসিক ৭ই মার্চের ভাষণের মঞ্চ রেসকোর্স ময়দানের কোন প্রান্তে নির্মিত হয়েছিল?

ক. পূর্ব প্রান্তে খ. পশ্চিম প্রান্তে

গ. দক্ষিণ প্রান্তে ঘ. উত্তর প্রান্তে

৩৫. ‘রাজনীতির কবি’ হিসেবে বঙ্গবন্ধুকে আখ্যায়িত করা হয় কবে?

ক. ৭ই মার্চ ১৯৭১

খ. ২৬শে মার্চ ১৯৭১

গ. ৫ই এপ্রিল ১৯৭১

ঘ. ১৭ই এপ্রিল ১৯৭১

Also Read: নবম শ্রেণি - বাংলা ২য় পত্র | পরিচ্ছদ ১৪ : বহুনির্বাচনি প্রশ্ন (১১-১৭)

৩৬.কার কণ্ঠস্বরকে ‘বজ্রকণ্ঠ’ বলা হয়েছে?

ক. কবি নির্মলেন্দু গুণের

খ. শেখ মুজিবুর রহমানের

গ. বাংলার গণমানুষের

ঘ. মুক্তিযোদ্ধাদের

৩৭. চোখে স্বপ্ন নিয়ে কবিতা শুনতে এসেছিল—

i. মধ্যবিত্ত

ii. নারী ও বৃদ্ধ

iii. কেরানি

নিচের কোনটি সঠিক?

ক. i ও ii খ. i ও iii

গ. ii ও iii ঘ. i, ii ও iii

৩৮. রবীন্দ্রনাথ ঠাকুরের মতো দৃপ্ত পায়ে হেঁটে চলেছেন—

i. রাজনীতির কবি

ii. স্বাধীনতার কবি

iii. বাংলাদেশের স্থপতি

নিচের কোনটি সঠিক?

ক. i ও ii খ. i ও iii

গ. ii ও iii ঘ. i, ii ও iii

৩৯. গণসূর্যের মঞ্চ কাঁপিয়ে অমর কবিতাখানি শোনালেন—

i. রাজনীতির কবি

ii. স্বাধীনতার মহানায়ক

iii. বাংলাদেশের স্থপতি

নিচের কোনটি সঠিক?

ক. i ও ii খ. i ও iii

গ. ii ও iii ঘ. i, ii ও iii

৪০. ‘বাংলার মাটি বাংলার জল’ গ্রন্থটির রচয়িতা কে?

ক. আল মাহমুদ খ. মহাদেব সাহা

গ. নির্মলেন্দু গুণ ঘ. জীবনানন্দ দাশ

সঠিক উত্তর

স্বাধীনতা, এ শব্দটি কীভাবে আমাদের হলো: ৩১.ঘ ৩২.গ ৩৩.খ ৩৪.ঘ ৩৫.গ ৩৬.খ ৩৭.ঘ ৩৮.ঘ ৩৯.ঘ ৪০.গ

মোস্তাফিজুর রহমান, শিক্ষক, বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ পাবলিক কলেজ, ঢাকা

Also Read: নবম শ্রেণি - বাংলা ২য় পত্র | পরিচ্ছদ ১৬ : বহুনির্বাচনি প্রশ্ন (১-১০)