Thank you for trying Sticky AMP!!

দশম শ্রেণি - ব্যবসায় উদ্যোগ | অধ্যায় ১ : বহুনির্বাচনি প্রশ্ন (২১-৩০)

দশম শ্রেণির পড়াশোনা

অধ্যায় ১

২১. ব্যবসায়ে কোনটি বিদ্যমান?

ক. নিশ্চিত সফলতা

খ. ব্যর্থতা

গ. ঝুঁকি

ঘ. মুনাফা

২২. ব্যবসায় সংগঠনের উদ্ভব হয় কোন যুগে?

ক. প্রাচীন যুগে খ. মধ্যযুগে

গ. প্রাক্​–মধ্যযুগে ঘ. আধুনিক যুগে

২৩. ব্যবসায়ের ক্ষতির আশঙ্কাকে কী বলে?

ক. ক্ষতি খ. মুনাফা

গ. ঝুঁকি ঘ. অর্থ

২৪. প্রত্যক্ষ সেবাধর্মী ব্যবসায়—

i. লন্ড্রি

ii. সেলুন

iii. বিউটি পারলার

নিচের কোনটি সঠিক?

ক. i ও ii খ. i ও iii

গ. ii ও iii ঘ. i, ii ও iii

২৫. ব্যবসায়ের সময়গত বাধা দূর করে কোনটি?

ক. গুদামজাতকরণ খ. বিমা

গ. ব্যাংকিং ঘ. পরিবহন

২৬. কর মওকুফ কোন ধরনের সুবিধা?

ক. সামাজিক খ. অর্থনৈতিক

গ. বেসরকারি ঘ. সরকারি

২৭. ভোক্তার নিকট পণ্য বা সেবা প্রেরণের সব বাধা দূর করে কোনটি?

ক. ব্যবসা খ. বাণিজ্য

গ. শিল্প ঘ. উত্পাদন

২৮. মুনাফা অর্জনের জন্য ব্যবসায়ী কী করেন?

ক. ব্যয় খ. ভোগ

গ. চাকরি ঘ. বিনিয়োগ

২৯. একসময় কোন কোন ক্ষেত্রে আমাদের দেশ বিশ্ববাসীর দৃষ্টি আকর্ষণে সক্ষম হয়েছে?

i. জামদানি শাড়ি

ii. মসলিন শাড়ি

iii. জাহাজ নির্মাণ

নিচের কোনটি সঠিক?

ক. i ও ii খ. i ও iii

গ. ii ও iii ঘ. i, ii ও iii

৩০. বায়ু দূষিত হয় কিসের মাধ্যমে?

ক. শিল্পবর্জ্য পদার্থের কারণে

খ. অধিক বৃষ্টিপাতের কারণে

গ. যানবাহনের ধোঁয়ার ফলে

ঘ. গাছ কাটার কারণে

সঠিক উত্তর

অধ্যায় ১: ২১.গ ২২.খ ২৩.গ ২৪.ঘ ২৫.ক ২৬.খ ২৭.খ ২৮.ঘ ২৯.ক ৩০.ক

মো. আলতাফ হোসেন, প্রভাষক, বীরশ্রেষ্ঠ মুন্সী আব্দুর রউফ পাবলিক কলেজ, ঢাকা

Also Read: দশম শ্রেণি - ব্যবসায় উদ্যোগ | অধ্যায় ১ : বহুনির্বাচনি প্রশ্ন (১১-২০)