এমন কতকগুলো অক্সাইড আছে যাদেরকে একই মৌলের দুটি ভিন্ন জারণ অবস্থার দুটি সাধারণ অক্সাইডের মিশ্রণ হিসেবে গণ্যকরা যায়, তাদেরকে যুগ্ম বা মিশ্র অক্সাইড বলে। যেমন: Fe3O2 (FeO ও Fe2O3 এর মিশ্রণ), Pb3O4 (2PbO ও PbO2 এর মিশ্রণ), Mn3O4 (2MnO ও MnO2 এর মিশ্রণ) ইত্যাদি।
স্ট্র্যাটোস্ফিয়ার স্তরে ওজোন গ্যাসের একটি পর্দা আছে, এ পর্দা ভেদ করে সূর্য থেকে বিচ্ছুরিত অতিবেগুনি রশ্মি ভূপৃষ্ঠে আসতে পারে না। বায়ুমণ্ডলের এই ওজোনস্তর সূর্যের অতিবেগুনি রশ্মির প্রভাব থেকে পৃথিবীর জীবজগৎ কে ছাতার মতো রক্ষা করে। তাই ওজোনস্তরকে বলা হয় প্রাকৃতিক সৌরপর্দা বা ন্যাচারাল সানস্ক্রিন ।
‘তথ্য অধিকার’ অর্থ কোনো কর্তৃপক্ষের নিকট থেকে তথ্য প্রাপ্তির অধিকার। আইনের বিধানাবলি সাপেক্ষে কর্তৃপক্ষের নিকট থেকে প্রত্যেক নাগরিকের তথ্য লাভের অধিকার থাকবে এবং কোনো নাগরিকের অনুরোধের পরিপ্রেক্ষিতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ তথ্য সরবরাহ করতে বাধ্য থাকবে। ২০০৯ সালের ৫ এপ্রিল তারিখে তথ্য অধিকার আইন রাষ্ট্রপতির সম্মতি লাভ করে।
মাতা–পিতার বৈশিষ্ট্য সন্তানের মধ্যে সঞ্চারিত হওয়ার প্রক্রিয়াই হলো বংশগতি। বংশগতির সঠিক ধারণা দেন গ্রেগর জোহান মেন্ডেল। ক্রোমোজোম হলো বংশগতির ভৌত ভিত্তি। মানুষের দেহকোষে ৪৬টি ক্রোমোজোম থাকে।