Thank you for trying Sticky AMP!!

পঞ্চম শ্রেণি - বাংলা | সুন্দরবনের প্রাণী : প্রশ্নোত্তর (১-২)

পঞ্চম শ্রেণির পড়াশোনা

সুন্দরবনের প্রাণী

১. প্রশ্ন: ক্যাঙারু ও সিংহ বললেই কোন কোন দেশের কথা মনে হয়?

উত্তর: বিশ্বের কোনো কোনো প্রাণীর সঙ্গে জড়িয়ে থাকে বিশেষ কোনো দেশের নাম। বাংলাদেশের নামের সঙ্গে জড়িয়ে আছে রয়েল বেঙ্গল টাইগার বা বাঘের নাম। ঠিক তেমনি ক্যাঙারু বললেই মনে হয় অস্ট্রেলিয়ার কথা। আর সিংহ বললেই মনে পড়ে যায় অাফ্রিকার কথা।

২. প্রশ্ন: বিভিন্ন ধরনের বাঘ সম্পর্কে তুমি যা জানো লেখো।

উত্তর: বাঘ বলতেই সবার চোখের সামনে ভেসে ওঠে রয়েল বেঙ্গল টাইগার। থাকে বাংলাদেশের সুন্দরবনে। এ বাঘ দেখতে যেমন সুন্দর, তেমনি আবার ভয়ংকর। এর চালচলনও রাজার মতো। সুন্দরবনের ভেজা স্যাঁতসেঁতে গোলপাতার বনে এ বাঘ ঘুরে বেড়ায়। শিকার করে জীবজন্তু, সুযোগ পেলে মানুষও খায়। একসময় সুন্দরবনে চিতাবাঘ ও ওলবাঘ ছিল। কিন্তু এখন আর এসব বাঘ দেখা যায় না। প্রাণিবিদেরা বলেছেন, সুন্দরবনের রয়েল বেঙ্গল টাইগার বাংলাদেশের অমূল্য সম্পদ। এ বাঘকে বিলুপ্তির হাত থেকে আমাদের বাঁচাতে হবে।

খন্দকার আতিক, শিক্ষক, উইল্​স লিট্​ল ফ্লাওয়ার স্কুল অ্যান্ড কলেজ, ঢাকা