Thank you for trying Sticky AMP!!

ব্যবসায় উদ্যোগ - এসএসসি ২০২৪

পূর্ণাঙ্গ সিলেবাস অনুসারে

[পূর্ববর্তী লেখার পর]

অধ্যায় ৪

১৬. সমবায় প্রতিষ্ঠানটি নিবন্ধনের জন্য করণীয়–

i. নামের ছাড়পত্রের জন্য আবেদন

ii. ১০০ টাকার ট্রেজারি চালান

iii. কমপক্ষে ২০ হাজার টাকা পরিশোধ শেয়ার মূলধন

নিচের কোনটি সঠিক?

ক. i ও ii খ. ii ও iii

গ. i ও iii ঘ. i, ii ও iii

১৭. একমালিকানা ব্যবসায়ের জন্য প্রযোজ্য নয় কোনটি?

ক. পচনশীল পণ্যের ব্যবসায়

খ. রাসায়নিক পণ্যের ব্যবসায়

গ. ক্ষুদ্র কুটিরশিল্প

ঘ. মনোহারি দোকান

১৮. ‘সকলে একমত হয়ে বিলোপ সাধনের’ কত নং ধারা?

ক. ৩৯ নং খ. ৪০ নং

গ. ৪১ নং ঘ. ৪২ নং

১৯. ২০০১ সমবায় আইনে কত ধরনের সমবায় সমিতির উল্লেখ আছে?

ক. ৩ ধরনের খ. ৪ ধরনের

গ. ৫ ধরনের ঘ. ৬ ধরনের

২০. অংশীদারি ব্যবসায়ে অংশীদাররা কীভাবে মূলধন সরবরাহ করে থাকেন?

ক. সমান হারে

খ. অসমান হারে

গ. আইনানুযায়ী

ঘ. চুক্তি অনুযায়ী

Also Read: ব্যবসায় উদ্যোগ - এসএসসি ২০২৪

২১. কোম্পানির অস্তিত্ব কোন ধরনের?

ক. ক্ষণস্থায়ী খ. চিরস্থায়ী

গ. অস্থায়ী ঘ. নির্দিষ্ট

২২. পুঁজিবাদী সমাজের দ্বারা সৃষ্ট বৈষম্য দূরীভূত হয় কিসের মাধ্যমে?

ক . অংশীদারি ব্যবসায়

খ. যৌথ মূলধনী ব্যবসায়

গ. সমবায় সমিতি

ঘ. রাষ্ট্রীয় ব্যবসায়

সঠিক উত্তর

অধ্যায় ৪: ১৬.গ ১৭.খ ১৮.খ ১৯.ক ২০.ঘ ২১.খ ২২.গ

মো. আলতাফ হোসেন, প্রভাষক, বীরশ্রেষ্ঠ মুন্সী আব্দুর রউফ পাবলিক কলেজ, ঢাকা

[পরবর্তী দিনের লেখা]

Also Read: পদার্থবিজ্ঞান - এসএসসি ২০২৪