Thank you for trying Sticky AMP!!

সমাজকর্ম ২য় পত্র - এইচএসসি ২০২৪

পুনর্বিন্যাসকৃত সিলেবাস অনুসারে

অধ্যায় ৩

৯. অপূর্ণতাকে সামাজিক বিজ্ঞানের ভাষায় কী বলে?

ক. চাহিদা খ. আকাঙ্ক্ষা

গ. আশা ঘ. সমস্যা

১০. সমাজের ইতিহাসের প্রাথমিক পর্যায়ে সমস্যাগুলো কী রূপ ছিল?

ক. একমাত্রিক খ. দ্বিমাত্রিক

গ. বহুমাত্রিক ঘ. ত্রিমাত্রিক

১১. কোনটি পরস্পর অবিচ্ছেদ্যভাবে সম্পর্কিত?

ক. সমাজ এবং মানুষ

খ. সমাজ এবং সমাজের প্রথা

গ. সমাজ এবং সমস্যা

ঘ. সমাজ এবং গতিশীলতা

১২. স্থান, কালভেদে কিসের প্রকৃতির ও রূপের পরিবর্তন হয়?

ক. সমস্যার খ. আবেগের

গ. চাহিদা ঘ. মানসিকতার

১৩. সামাজিক সমস্যা সমাধানের গুরুত্বপূর্ণ উপায় কোনটি?

ক. বন্যা নিয়ন্ত্রণ

খ. সামাজিক পরিবর্তন

গ. শিক্ষাপ্রতিষ্ঠান তৈরি

ঘ. মানবসম্পদ উন্নয়ন

Also Read: ফিন্যান্স, ব্যাংকিং ও বিমা ১ম পত্র - এইচএসসি ২০২৪

১৪. সামাজিক কাঠামো—সামাজিক মূল্যবোধ—সামাজিক সম্পর্ক— (?)। ওপরের (?) স্থানে নিচের কোনটি বসবে?

ক. সামাজিক প্রতিষ্ঠান

খ. সামাজিক পরিকল্পনা

গ. সামাজিক গবেষণা

ঘ. সামাজিক ভাবনা

১৫. সামাজিক সমস্যার কারণ কোনটি?

ক. ক্ষুদ্রঋণ বিতরণ

খ. মানবসম্পদ উন্নয়ন

গ. সামাজিক পরিবর্তন

ঘ. সড়ক দুর্ঘটনা

১৬. পৃথিবীর কোনো সমাজই সম্পূর্ণভাবে কী থেকে মুক্ত নয়?

ক. দুর্নীতি খ. সমস্যা

গ. দারিদ্র্য ঘ. অভাব

সঠিক উত্তর

অধ্যায় ৩: ৯.ঘ ১০.ক ১১.গ ১২.ক ১৩.খ ১৪.ক ১৫.গ ১৬.খ

মাহমুদ বিন আমিন, প্রভাষক, সরকারি শহীদ সোহরাওয়ার্দী কলেজ, ঢাকা

Also Read: ফিন্যান্স, ব্যাংকিং ও বিমা ১ম পত্র - এইচএসসি ২০২৪