Thank you for trying Sticky AMP!!

বহুনির্বাচনি প্রশ্ন (১১-২০) : অধ্যায় ১ | জীববিজ্ঞান - দশম শ্রেণি

দশম শ্রেণির পড়াশোনা

অধ্যায় ১

১১. Panthra tigris কোনটির বৈজ্ঞানিক নাম?

ক. বাঘ খ. চিতা বাঘ

গ. ওল বাঘ ঘ. রয়েল বেঙ্গল টাইগার

১২. Oryza sativa কোনটির বৈজ্ঞানিক নাম?

ক. পাট খ. ধান

গ শাপলা ঘ. জবা

১৩. কোন রাজ্যের যৌনজনন অ্যানাইসোগ্যামাস ধরনের?

ক. প্লান্টি খ. ফানজাই

গ. প্রোটিস্টা ঘ. অ্যানিমেলিয়া

১৪. কোনটি অটোট্রফিক?

ক. কেঁচো খ. শালিক

গ. বোয়াল মাছ ঘ. কাঁঠালগাছ

১৫. পর্বের উপসেট কোনটি?

ক. শ্রেণি খ. বর্গ

গ. গোত্র ঘ. গণ

Also Read: দশম শ্রেণি - ফিন্যান্স ও ব্যাংকিং | অধ্যায় ৬ - বহুনির্বাচনি প্রশ্ন (২১-৩০)

১৬. মাশরুমের কোষপ্রাচীর কী দিয়ে গঠিত?

ক. লিপিড খ. কাইটিন

গ. লিগনিন ঘ. সুবেরিন

১৭. কোনটি সুপার কিংডম?

ক. মনেরা খ. প্রোটিস্টা

গ. প্লানটি ঘ. ইউক্যারিওটা

১৮. জীবের শ্রেণিবিন্যাসের সর্বোচ্চ একক কোনটি?

ক. বর্গ খ. গোত্র

গ. জীবের শ্রেণি ঘ. রাজ্য

১৯. শ্রেণিবিন্যাসের সর্বনিম্ন একক কোনটি?

ক. প্রজাতি খ. গণ

গ. গোত্র ঘ. বর্গ

২০. Protista রাজ্যের বৈশিষ্ট্যগুলো হচ্ছে—

i. দেহ মাইসেলিয়াম দ্বারা গঠিত

ii. সব ধরনের কোষীয় অঙ্গাণু থাকে

iii. ভ্রূণ গঠিত হয়

নিচের কোনটি সঠিক?

ক. i খ. ii

গ. ii ও iii ঘ. i, ii ও iii

সঠিক উত্তর

অধ্যায় ১: ১১.ঘ ১২.খ ১৩.ক ১৪.ঘ ১৫.ক ১৬.খ ১৭.ঘ ১৮.ঘ ১৯.ক ২০.খ

মোহাম্মদ আক্তার উজ জামান, প্রভাষক, সরকারি রূপনগর মডেল স্কুল অ্যান্ড কলেজ, ঢাকা

Also Read: দশম শ্রেণি - ফিন্যান্স ও ব্যাংকিং | অধ্যায় ৬ - বহুনির্বাচনি প্রশ্ন (৩১-৪০)