Thank you for trying Sticky AMP!!

বহুনির্বাচনি প্রশ্ন (১১-২০) : অধ্যায় ২ | ব্যবসায় সংগঠন ও ব্যবস্থাপনা ১ম পত্র - এইচএসসি ২০২৪

পুনর্বিন্যাসকৃত সিলেবাস অনুসারে

অধ্যায় ২

১১. নিচের কোনটি রাজনৈতিক পরিবেশের উপাদানবহির্ভূত?

ক. মানবসম্পদ

খ. আন্তর্জাতিক সম্পর্ক

গ. সরকার

ঘ. আইনশৃঙ্খলা পরিস্থিতি

১২. দুটি দেশের মধ্যে সম্পাদিত ‘দ্বিপক্ষীয় চুক্তি ব্যবসায়ের কোন পরিবেশের অন্তর্ভুক্ত?

ক. অর্থনৈতিক পরিবেশের

খ. সামাজিক পরিবেশের

গ. রাজনৈতিক পরিবেশের

ঘ. আইনগত পরিবেশের

১৩. অপ্রাকৃতিক পরিবেশের উপাদান কোনটি?

ক. ঐতিহ্য খ. জলবায়ু

গ. মৃত্তিকা ঘ. ভূমি

১৪. নৈতিকতা ও মূল্যবোধ কোন ব্যবসায় পরিবেশের সঙ্গে সরাসরি সম্পৃক্ত?

ক. সামাজিক খ. রাজনৈতিক

গ. অর্থনৈতিক ঘ. আইনগত

১৫. চট্টগ্রামকে বাংলাদেশের ‘বাণিজ্যিক রাজধানী’ বলার পেছনে ব্যবসায় পরিবেশের কোন উপাদানের প্রভাব রয়েছে?

ক. সামাজিক খ. অর্থনৈতিক

গ. রাজনৈতিক ঘ. প্রাকৃতিক

Also Read: বহুনির্বাচনি প্রশ্ন (৫১-৬০) : অধ্যায় ৩ | অর্থনীতি ২য় পত্র - এইচএসসি ২০২৪

১৬. কোন জাতির মধ্যে ব্যবসায়–বাণিজ্যের প্রচলন অধিক দেখা যায়?

ক. বৌদ্ধ খ. হিন্দু

গ. খ্রিষ্টান ঘ. মুসলিম

১৭. অর্থনৈতিক পরিবেশের উপাদান—

i. শুল্ক ও কর

ii. ব্যয় ও ভোগ

iii. খনিজ সম্পদ

নিচের কোনটি সঠিক?

ক. i ও ii খ. i ও iii

গ. ii ও iii ঘ. i, ii ও iii

১৮. রাসেল সিলেট জেলার জৈন্তাপুরে সরকারি জমি লিজ নিয়ে কমলালেবুর চাষাবাদ শুরু করেন। তাঁকে পরিবেশের কোন উপাদান বিবেচনায় রাখতে হবে?

ক. রাজনৈতিক খ. সামাজিক

গ. প্রযুক্তিগত ঘ. প্রাকৃতিক

১৯. ‘সার্বভৌমত্ব’ ব্যবসায়ের কোন পরিবেশের উপাদানের অন্তর্গত?

ক. রাজনৈতিক খ. সামাজিক

গ. প্রাকৃতিক ঘ. আইনগত

২০. সরকারের শিক্ষানীতি কোন পরিবেশের উপাদান?

ক. সামাজিক খ. অর্থনৈতিক

গ. আইনগত ঘ. রাজনৈতিক

সঠিক উত্তর

অধ্যায় ২: ১১. ক ১২. গ ১৩. ক ১৪. ক ১৫. ঘ ১৬. গ ১৭. ক ১৮. ঘ ১৯. ক ২০. ঘ

মো. মাজেদুল হক খান, সহকারী অধ্যাপক, রাজউক উত্তরা মডেল কলেজ, ঢাকা

Also Read: বহুনির্বাচনি প্রশ্ন (৬১-৭০) : অধ্যায় ৩ | অর্থনীতি ২য় পত্র - এইচএসসি ২০২৪