Thank you for trying Sticky AMP!!

ব্যবসায় উদ্যোগ - দশম শ্রেণি

দশম শ্রেণির পড়াশোনা

অধ্যায় ২

৩১. উদ্যোক্তার চ্যালেঞ্জমূলক কাজ বলতে কী বোঝায়?

ক. যে কাজে ঝুঁকি ও সাফল্য সমান

খ. স্বল্প ঝুঁকি এবং সাফল্যের সম্ভাবনাপূর্ণ কাজ

গ. ঝুঁকিমুক্ত নিশ্চিত সাফল্যের কাজ

ঘ. ঝুঁকিপূর্ণ কাজ কিন্তু সাফল্য অনিশ্চিত

৩২. কর মওকুফ কোন ধরনের সুবিধা?

ক. সামাজিক খ. অর্থনৈতিক

গ. বেসরকারি ঘ. সরকারি

৩৩. সফল উদ্যোক্তা কিসের মাধ্যমে সিদ্ধান্ত নেন?

ক. মোকাবিলার সাহায্যে

খ. চ্যালেঞ্জের মাধ্যমে

গ. বিচার–বিশ্লেষণের মাধ্যমে

ঘ. একাগ্রতার সাহায্যে

৩৪. বাংলাদেশে কোনটির ব্যাপক অভাব রয়েছে?

ক. সুষ্ঠু পরিকল্পনার

খ. বৃত্তিমূলক শিক্ষার অপর্যাপ্ততার

গ. চাকরির প্রতি আগ্রহ

ঘ. পৃথক কারিগরি শিক্ষার

৩৫. ব্যবসায় স্থাপন ও সুষ্ঠুভাবে পরিচালনার কাজটি—

i. চ্যালেঞ্জমূলক

ii. অর্থনৈতিক

iii. ঝুঁকিপূর্ণ

নিচের কোনটি সঠিক?

ক. i ও ii খ. i ও iii

গ. ii ও iii ঘ. i, ii ও iii

Also Read: দশম শ্রেণি - ব্যবসায় উদ্যোগ | অধ্যায় ৩ : বহুনির্বাচনি প্রশ্ন (৫১-৫৮)

৩৬. উন্নত দেশে ব্যবসায়ে অগ্রগতির প্রধান কারণ হলো—

i. ব্যবসায় প্রতিষ্ঠান পরিচালনার অনুকূল পরিবেশ

ii. অধিক কর্মসংস্থান

iii. ব্যবসায় সম্প্রসারণের অনুকূল পরিবেশ

নিচের কোনটি সঠিক?

ক. i ও ii খ. i ও iii

গ. ii ও iii ঘ. i, ii ও iii

৩৭. ব্যবসায় উদ্যোগ গড়ে ওঠার অনুকূল পরিবেশ—

i. পর্যাপ্ত পুঁজি

ii. প্রশিক্ষণের সুযোগ

iii. অধিক মুনাফা

নিচের কোনটি সঠিক?

ক. i ও ii খ. i ও iii

গ. ii ও iii ঘ. i, ii ও iii

৩৮. উদ্যোক্তার সফলতার জন্য গুরুত্বপূর্ণ হচ্ছে—

i. মুনাফার প্রতি আকর্ষণ

ii. ঝুঁকি গ্রহণের মানসিকতা

iii. আত্মবিশ্বাস

নিচের কোনটি সঠিক?

ক. i ও ii খ. i ও iii

গ. ii ও iii ঘ. i, ii ও iii

৩৯. ব্যবসায়ে ব্যর্থ হলে করণীয়—

i. ব্যর্থতার কারণগুলো বিশ্লেষণ

ii. ব্যর্থতা থেকে শিক্ষা নিয়ে নতুন উদ্যোগে কাজ শুরু করা

iii. প্রকল্প পরিবর্তন করা

নিচের কোনটি সঠিক?

ক. i ও ii খ. i ও iii

গ. ii ও iii ঘ. i, ii ও iii

৪০. কোনো বিশেষ কাজ যথাযথভাবে সম্পাদন করার স্বার্থে একান্ত প্রয়োজন—

i. জ্ঞান

ii. দক্ষতা

iii. প্রশিক্ষণ

নিচের কোনটি সঠিক?

ক. i ও ii খ. i ও iii

গ. ii ও iii ঘ. i, ii ও iii

সঠিক উত্তর

অধ্যায় ২: ৩১.ঘ ৩২.ঘ ৩৩.গ ৩৪.ক ৩৫.ঘ ৩৬.খ ৩৭.ক ৩৮.গ ৩৯.ক ৪০.ঘ

মো. আলতাফ হোসেন, প্রভাষক, বীরশ্রেষ্ঠ মুন্সী আব্দুর রউফ পাবলিক কলেজ, ঢাকা

Also Read: দশম শ্রেণি - ব্যবসায় উদ্যোগ | অধ্যায় ৩ : বহুনির্বাচনি প্রশ্ন (৫১-৫৮)