Thank you for trying Sticky AMP!!

বাংলা - সপ্তম শ্রেণি

সপ্তম শ্রেণির পড়াশোনা

চতুর্থ অধ্যায়

চারপাশের লেখার সঙ্গে পরিচিত হই

প্রশ্ন: এটি কী নামে পরিচিত?

নমুনা উত্তর: এটি লিফলেট নামে পরিচিত।

তথ্য ও পণ্যের প্রচারের কাজে লিফলেট তৈরি করা হয়। লিফলেট সাধারণত সহজে বহনযোগ্য ছোট কাগজে মুদ্রিত হয়ে থাকে।

প্রশ্ন: এর ব্যবহার কী?

নমুনা উত্তর: এখানে ব্যক্তিগত উদ্যোগের তথ্য প্রচারের জন্য লিফলেটের ব্যবহার হয়েছে।

প্রশ্ন: এ রকম নমুনা তুমি কি কোথাও দেখেছ? কোথায় দেখেছ?

নমুনা উত্তর: হ্যাঁ, দেখেছি। লিফলেট রাস্তাঘাটে হাতে বিলি করতে দেখি। তা ছাড়া মাঝেমধ্যে দেয়ালে সাঁটানো অবস্থায়ও দেখতে পেয়েছি।

প্রশ্ন: এটি কী নামে পরিচিত?

Also Read: বাংলা - সপ্তম শ্রেণি

নমুনা উত্তর: এটি মোড়কের লেখা নামে পরিচিত।

সাধারণত কাগজ বা পাতলা প্লাস্টিক দিয়ে পণ্যের মোড়ক বা প্যাকেট তৈরি করা হয়। আকর্ষণীয় করতে এর গায়ে নানা রঙে নানা রকম ছবিও মুদ্রিত হতে দেখা যায়। মোড়কের গায়ে পণ্যের নাম ছাড়াও উৎপাদন–সম্পর্কিত প্রয়োজনীয় তথ্য দেওয়া থাকে।

প্রশ্ন: এর ব্যবহার কী?

নমুনা উত্তর: একটি বিরিয়ানি মসলার প্যাকেটে কী কী উপকরণ কোন পরিমাণে আছে, তা জানানোর জন্য এখানে মোড়কের লেখা ব্যবহার করা হয়েছে।

প্রশ্ন: এ রকম নমুনা তুমি কি কোথাও দেখেছ? কোথায় দেখেছ?

নমুনা উত্তর: হ্যাঁ, দেখেছি। বাজারে, দোকানে, অনলাইনে প্রায়ই মোড়কের লেখা দেখতে পাই।

জাহেদ হোসেন, সিনিয়র শিক্ষক, বিয়াম মডেল স্কুল অ্যান্ড কলেজ, ঢাকা

Also Read: বাংলা - সপ্তম শ্রেণি