Thank you for trying Sticky AMP!!

অষ্টম শ্রেণি – বিজ্ঞান | অধ্যায় ৬ - বহুনির্বাচনি প্রশ্ন (১১-২০)

অষ্টম শ্রেণির পড়াশোনা

অধ্যায় ৬

১১. মৌলিক পদার্থের ধর্ম মূলত কিসের ওপর নির্ভর করে?

ক. ইলেকট্রন বিন্যাসের ওপর

খ. নিউক্লিয়াসের ওপর

গ. পারমাণবিক সংখ্যার ওপর

ঘ. প্রোটনের ওপর

১২. কার্বনের আইসোটোপ কয়টি?

ক. দুইটি খ. তিনটি

গ. চারটি ঘ. পাঁচটি

১৩. হাইড্রোজেনের আইসোটোপ কয়টি?

ক. দুইটি খ. তিনটি

গ. পাঁচটি ঘ. ছয়টি

১৪. আধুনিক রসায়নের প্রতিষ্ঠাতা কে?

ক. জন ডালটন খ. অ্যারিস্টটল

গ. চ্যাডউইক ঘ. নিলস বোর

১৫. একটি পরমাণুর দ্বিতীয় কক্ষপথে সর্বোচ্চ কয়টি ইলেকট্রন থাকে?

ক. ২ টি খ. ৮টি

গ. ১৮টি ঘ. ৩২টি

১৬. রাদারফোর্ডের পরমাণু পরীক্ষা থেকে সিদ্ধান্ত নেওয়া যায়—

i. পরমাণু অবিভাজ্য

ii. পরমাণুকে ভাঙা যায়

iii. পরমাণুর বেশির ভাগ অংশই ফাঁকা

নিচের কোনটি সঠিক?

ক. i ও ii খ. iii

গ. ii ও iii ঘ. i, ii ও iii

১৭. ডাক্তারি যন্ত্রপাতিতে তেজস্ক্রিয় রশ্মি ব্যবহারের কারণ কী?

ক. চকচকে করা

খ. গুণগত মান বৃদ্ধি

গ. সূক্ষ্মভাবে কাজ করা

ঘ. জীবাণুমুক্ত করা

১৮. কোন মৌলটি স্থিতিশীল?

ক. কার্বন খ. সোডিয়াম

গ. হিলিয়াম ঘ. হাইড্রোজেন

১৯. মৌলিক পদার্থের ধর্ম মূলত কিসের ওপর নির্ভর করে?

ক. আইসোটোপ খ. জারণ সংখ্যা

গ. পারমাণবিক ভর ঘ. ইলেকট্রন বিন্যাস

২০. আইসোটোপ প্রদর্শনকারী মৌল হলো—

i. কার্বন

ii. হাইড্রোজেন

iii. অক্সিজেন

নিচের কোনটি সঠিক?

ক. i ও ii খ. i ও iii

গ. ii ও iii ঘ. i, ii ও iii

সঠিক উত্তর

অধ্যায় ৬: ১১.ক ১২.খ ১৩.খ ১৪.ক ১৫.খ ১৬.খ ১৭.ঘ ১৮.খ ১৯.ঘ ২০.গ

মোহাম্মদ আক্তার উজ জামান, প্রভাষক, সরকারি রূপনগর মডেল স্কুল অ্যান্ড কলেজ, ঢাকা