Thank you for trying Sticky AMP!!

পৌরনীতি ও নাগরিকতা - দশম শ্রেণি

দশম শ্রেণির পড়াশোনা

[পূর্ববর্তী লেখার পর]

অধ্যায় ১

৪১. কোন মতবাদ অনুযায়ী রাষ্ট্র সৃষ্টির পূর্বে মানুষ প্রকৃতির রাজ্যে বসবাস করত?

ক. সামাজিক চুক্তি মতবাদ

খ. ঐশী মতবাদ

গ. বল বা শক্তি প্রয়োগ মতবাদ

ঘ. সামাজিক চুক্তি মতবাদ

৪২. ‘বল প্রয়োগের মাধ্যমে রাষ্ট্রের উৎপত্তি হয়েছে’— এটি কোন মতবাদ?

ক. ঐশী মতবাদ

খ. বল প্রয়োগ মতবাদ

গ. ঐতিহাসিক মতবাদ

ঘ. মধ্যযুগীয় মতবাদ

৪৩. বল বা শক্তি প্রয়োগ মতবাদের মূল ভিত্তি কী?

ক. যুদ্ধবিগ্রহ খ. রাজনৈতিক কার্যকলাপ

গ. ধর্মীয় শিক্ষা ঘ. জনসম্মতি

৪৪. ‘রাষ্ট্র কোনো একটি বিশেষ কারণে সৃষ্টি হয়নি।’ —এটি কোন মতবাদের মূল বক্তব্য?

ক. সামাজিক চুক্তি মতবাদ

খ. ঐশী মতবাদ

গ. বল প্রয়োগ মতবাদ

ঘ. ঐতিহাসিক মতবাদ

৪৫. একটি সরকার গঠিত হয় —

i. আইন বিভাগ নিয়ে

ii. শাসন বিভাগ নিয়ে

iii. বিচার বিভাগ নিয়ে

নিচের কোনটি সঠিক?

ক. i ও ii খ. i ও iii

গ. ii ও iii ঘ. i, ii ও iii

Also Read: বহুনির্বাচনি প্রশ্ন (৪১-৫০) : অধ্যায় ১ | ফিন্যান্স ও ব্যাংকিং - দশম শ্রেণি

৪৬. রাষ্ট্র পরিচালনা করতে গিয়ে সরকার কত ধরনের কাজ সম্পাদন করে?

ক. ৩ ধরনের খ. ৪ ধরনের

গ. ৫ ধরনের ঘ. ৬ ধরনের

৪৭. প্রাচীনকালে পার্থক্য করা যেত না—

i. রাষ্ট্রের

ii. সরকারের

iii. জনগণের

নিচের কোনটি সঠিক?

ক. i ও ii খ. i ও iii

গ. ii ও iii ঘ. i, ii ও iii

৪৮. কোন সময়ে গ্রিসে ছোট ছোট অঞ্চল নিয়ে নগর রাষ্ট্র গড়ে উঠেছিল?

ক. মধ্যযুগে খ. নব্য-প্রস্তর যুগে

গ. প্রাচীন প্রস্তর যুগে ঘ. প্রাচীনকালে

৪৯. কারা রাজনৈতিক অধিকার ভোগ করতে পারে না?

ক. পুরুষেরা খ. নারীরা

গ. বিদেশিরা ঘ. দাসেরা

সঠিক উত্তর

অধ্যায় ১: ৪১.ক ৪২.খ ৪৩.ক ৪৪.ঘ ৪৫.ঘ ৪৬.ক ৪৭.ক ৪৮.ঘ ৪৯.গ

শামীমা ইয়াসমিন, প্রভাষক, রাজউক উত্তরা মডেল কলেজ, ঢাকা

[পরবর্তী দিনের লেখা]

Also Read: বহুনির্বাচনি প্রশ্ন (৫১-৬০) : অধ্যায় ১ | ফিন্যান্স ও ব্যাংকিং - দশম শ্রেণি