Thank you for trying Sticky AMP!!

বহুনির্বাচনি প্রশ্ন (১১-১৮) : অধ্যায় ৪ | ফিন্যান্স ও ব্যাংকিং - এসএসসি ২০২৪

পূর্ণাঙ্গ সিলেবাস অনুসারে

অধ্যায় ৪

১১. প্রকল্প মূল্যায়নে কোনটি খুব গুরুত্বপূর্ণ?

ক. মূলধন ব্যয়

খ. অর্থের সময়মূল্য

গ. বর্তমান মূল্য নির্ধারণ

ঘ. ভবিষ্যৎ মূল্য নির্ধারণ

১২. ঋণের টাকা পরিশোধে কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠান সম্পূর্ণরূপে ব্যর্থ হলে তাকে কী বলে?

ক. অনাদায়ী দেনা খ. দেউলিয়া

গ. দেনাদার ঘ. পাওনাদার

১৩. অর্থের সময়মূল্যের উদ্দেশ্য—

i. মূলধন ব্যবস্থাপনা

ii. বিনিয়োগের সিদ্ধান্ত গ্রহণ

iii. প্রকল্প নির্বাচন

নিচের কোনটি সঠিক?

ক. i ও ii খ. i ও iii

গ. ii ও iii ঘ. i, ii ও iii

১৪. মানুষ নগদে অর্থ প্রাপ্তির ক্ষেত্রে আগ্রহী হওয়ার কারণ—

i. অনিশ্চিত ভবিষ্যৎ

ii. মুদ্রাস্ফীতি

iii. ঝুঁকি হ্রাস

নিচের কোনটি সঠিক?

ক. i ও ii খ. i ও iii

গ. ii ও iii ঘ. i, ii ও iii

Also Read: বহুনির্বাচনি প্রশ্ন (৮১-৯০) : অধ্যায় ৫ | তথ্য ও যোগাযোগ প্রযুক্তি - এসএসসি ২০২৪

১৫. কোন পদ্ধতি ব্যবহার করে ভবিষ্যৎ মূল্য নির্ধারণ করা হয়?

ক. সুদ নির্ণয় পদ্ধতি

খ. বাট্টাকরণ পদ্ধতি

গ. বাট্টার হার নির্ণয় পদ্ধতি

ঘ. চক্রবৃদ্ধিকরণ পদ্ধতি

১৬. চক্রবৃদ্ধিকরণ পদ্ধতিতে কিসের ওপর সুদ ধার্য করা হয়?

ক. আসলের ওপর

খ. বাট্টার ওপর

গ. সুদাসলের ওপর

ঘ. কমিশনের ওপর

১৭. সুদাসলের ওপর প্রদান করা হয় নিচের কোনটি?

ক. সরল সুদ খ. চক্রবৃদ্ধি সুদ

গ. মোট সুদ ঘ. নিট সুদ

১৮. কোন সুদের ক্ষেত্রে শুধু আসলের ওপর সুদ গণনা করা হয়?

ক. মূল সুদ খ. চক্রবৃদ্ধি

গ. সরল সুদ ঘ. আসল সুদ

সঠিক উত্তর

অধ্যায় ৪: ১১.খ ১২.খ ১৩.ঘ ১৪.ঘ ১৫.ঘ ১৬.গ ১৭.খ ১৮.গ

মো. শফিকুল ইসলাম ভূঞা, সিনিয়র শিক্ষক, ঢাকা ক্যান্টনমেন্ট গার্লস পাবলিক স্কুল অ্যান্ড কলেজ, ঢাকা

Also Read: বহুনির্বাচনি প্রশ্ন (৯১-১০০) : অধ্যায় ৫ | তথ্য ও যোগাযোগ প্রযুক্তি - এসএসসি ২০২৪