Thank you for trying Sticky AMP!!

অষ্টম শ্রেণি – বিজ্ঞান | অধ্যায় ৭ - বহুনির্বাচনি প্রশ্ন (২১-২৭)

অষ্টম শ্রেণির পড়াশোনা

অধ্যায় ৭

২১. দুটি বস্তুর মধ্যে ক্রিয়াশীল মহাকর্ষ বল—

i. বস্তুদ্বয়ের ভরের ওপর নির্ভরশীল

ii. বস্তুদ্বয়ের মধ্যবর্তী দূরত্বের ওপর নির্ভরশীল

iii. তাপমাত্রার ওপর নির্ভরশীল

নিচের কোনটি সঠিক?

ক. i ও ii খ. i ও iii

গ. ii ও iii ঘ. i, ii ও iii

২২. অভিকর্ষ বলের মান নিচের কোনটির সমান?

ক. ভর × মহাকর্ষ বিভব

খ. দূরত্ব + অভিকর্ষজ ত্বরণ

গ. ভর × অভিকর্ষজ ত্বরণ

ঘ. সরণ × মহাকর্ষীয় ধ্রুবক

২৩. কোথায় পৃথিবীর ব্যাসার্ধ সবচেয়ে কম?

ক. মেরু অঞ্চলে

খ. বিষুবীয় অঞ্চলে

গ. পৃথিবীর কেন্দ্রে

ঘ. ক্রান্তীয় অঞ্চলে

২৪. পদার্থের ভর কী রাশি?

ক. স্কেলার রাশি

খ. ভেক্টর রাশি

গ. ধ্রুব রাশি

ঘ. ঋণাত্মক রাশি

২৫. কোনো বস্তুর ওজন চাঁদে ১০ নিউটন হলে পৃথিবীতে কত নিউটন হবে?

ক. ১০ নিউটন খ. ২০ নিউটন

গ. ৪০ নিউটন ঘ. ৬০ নিউটন

২৬. কোনটির কারণে অভিকর্ষজ ত্বরণের তারতম্য ঘটে?

ক. পৃথিবীর আকৃতির জন্য

খ. পৃথিবীর বার্ষিক গতির জন্য

গ. তাপমাত্রার জন্য

ঘ. বস্তুর ভরের জন্য

২৭. বিষুবীয় অঞ্চল থেকে মেরু অঞ্চলের দিকে যত যাওয়া যায়—

i. পৃথিবীর ব্যাসার্ধ তত কমতে থাকে

ii. g–এর মান তত বাড়তে থাকে

iii. বস্তুর ওজন তত বাড়তে থাকে

নিচের কোনটি সঠিক?

ক. i ও ii খ. i ও iii

গ. ii ও iii ঘ. i, ii ও iii

সঠিক উত্তর

অধ্যায় ৭: ২১.ক ২২.গ ২৩.ক ২৪.গ ২৫.ঘ ২৬.ক ২৭.ঘ

মোহাম্মদ আক্তার উজ জামান, প্রভাষক, সরকারি রূপনগর মডেল স্কুল অ্যান্ড কলেজ, ঢাকা