Thank you for trying Sticky AMP!!

ভূগোল ১ম পত্র - এইচএসসি ২০২৪

পুনর্বিন্যাসকৃত সিলেবাস অনুসারে

অধ্যায় ৩

৩৯. ‘প্লেট টেকটনিক তত্ত্ব’ কে প্রদান করেন?

ক. রিচার্ড হার্টশোন

খ. টুজো উইলসন

গ. ডাডলি স্ট্যাম্প

ঘ. ইরাটোসথেনিস

৪০. ‘পাত সঞ্চালন’ তত্ত্বের প্রথম সরলীকৃত ব্যাখ্যা দানকারী কে?

ক. রিখটার খ. মরিসন

গ. বিজ্ঞানী পিচোঁ ঘ. ওয়েগনার

৪১. রিখটার স্কেলে ভূমিকম্পের সর্বাধিক তীব্রতা কত?

ক. ৬ খ. ৮

গ. ৯ ঘ. ১০

৪২. কার্বনেশন প্রক্রিয়ার জন্য কোনটি সঠিক?

ক. CaSO4+H2O = 2Ca2SO4.2H2O

খ. CaSO3+H2O =CaHCO3

গ. CO2+ H2O = H2CO3

ঘ. H2O = H++ OH+

Also Read: ব্যবসায় সংগঠন ও ব্যবস্থাপনা ২য় পত্র - এইচএসসি ২০২৪

৪৩. নদীর গতিপথের নিম্নগতিতে কী দেখা যায়?

ক. জলপ্রপাত খ. বদ্বীপ

গ. র৵াপিড ঘ. কাসকেইড

সঠিক উত্তর

অধ্যায় ৩: ৩৯.খ ৪০.গ ৪১.ঘ ৪২.গ ৪৩.খ

মো. শাকিরুল ইসলাম, প্রভাষক, ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজ, ঢাকা

Also Read: ব্যবসায় সংগঠন ও ব্যবস্থাপনা ২য় পত্র - এইচএসসি ২০২৪