Thank you for trying Sticky AMP!!

পঞ্চম শ্রেণি - প্রাথমিক বিজ্ঞান | অধ্যায় ২ - প্রশ্নোত্তর (১৪-১৫)

পঞ্চম শ্রেণির পড়াশোনা

অধ্যায় ২

১৪. প্রশ্ন: পরিবেশে পানিদূষণের প্রভাবে কী কী ঘটতে পারে লেখো।

উত্তর: পানিদূষণের প্রভাবে পরিবেশে যা ঘটতে পারে—

ক. পানিদূষণের ফলে পানিবাহিত রোগ যেমন জন্ডিস, ডায়রিয়া কলেরা, টাইফয়েড ইত্যাদি হতে পারে।

খ. মত্স্য সম্পদ ধ্বংস হয়ে যেতে পারে।

গ. চর্ম রোগের প্রাদুর্ভাব দেখা দিতে পারে।

ঘ. জলজ প্রাণী ধ্বংস হয়ে যেতে পারে।

ঙ. পরিবেশে দুর্গন্ধ ছড়াতে পারে।

Also Read: পঞ্চম শ্রেণি - বাংলা | কাঞ্চনমালা আর কাঁকনমালা - প্রশ্নোত্তর (৯-১০)

১৫. প্রশ্ন: আমরা কীভাবে শব্দ দূষণ রোধ করতে পারি?

উত্তর: শব্দ দূষণ রোধে আমাদের করণীয়—

ক. উচ্চস্বরে গান বাজানো যাবে না

খ. বিনা প্রয়োজনে গাড়ির হর্ন না বাজানো

গ. মাইক বা লাউডস্পিকার না বাজানো

ঘ. হাসপাতাল বা বিদ্যালয়ের পাশে উচ্চশব্দে কোনো কিছু না বাজানো।

ঙ. জেনারেটরের শব্দ নিয়ন্ত্রণ করা।

পারভীন আক্তার, সহকারী শিক্ষক, লালমাটিয়া মডেল স্কুল, ঢাকা

Also Read: পঞ্চম শ্রেণি - বাংলা | কাঞ্চনমালা আর কাঁকনমালা - বিপরীত শব্দ