এইচএসসি ২০২৩ - জীববিজ্ঞান ১ম পত্র | অধ্যায় ১ : বহুনির্বাচনি প্রশ্ন (১১-২০)

পুনর্বিন্যাসকৃত সিলেবাস অনুসারে

অধ্যায় ১

১১. জেনেটিক কোডনের বৈশিষ্ট্য হলো—

i. এটি ট্রিপ্লয়েড

ii. কোডন সর্বজনীন

iii. AUG হলো প্রারম্ভিক কোডন

নিচের কোনটি সঠিক?

ক. i ও ii খ. i ও iii

গ. ii ও iii ঘ. i, ii ও iii

১২. কোন অঙ্গাণুটির মাধ্যমে অটোফ্যাগি ঘটে?

ক. রাইবোজোম খ. ইডিওসোম

গ. লাইসোজোম ঘ. সেন্ট্রোজোম

১৩. কোষের প্রোটিন ফ্যাক্টরি কোনটি?

ক. গলজি বস্তু

খ. রাইবোজোম

গ. লাইসোজোম

ঘ. এন্ডোপ্লাজমিক রেটিকুলাম

১৪. DNA প্রতিলিপনের সময় কোন এনজাইম হাইড্রোজেন বন্ধনী ভেঙে দেয়?

ক. হেলিকেজ খ. প্রাইমেজ

গ. পলিমারেজ ঘ. লাইগেজ

১৫. কোনটি নিউক্লিক অ্যাসিডের উপাদান?

ক. রাইবোজ খ. মল্টোজ

গ. এরিথ্রোজ ঘ. ম্যানোজ

১৬. কোনটি দ্বারা ট্রান্সলেশন শুরু হয়?

ক. থ্রিওনিন খ. প্রোলিন

গ. হিস্টিডিন ঘ. মেথিওনিন

১৭. প্রোটিন সঞ্চয়কারী লিউকোপ্লাস্টকে কী বলে?

ক. ক্রোমোপ্লাস্ট খ. ইলায়োপ্লাস্ট

গ. অ্যামাইলোপ্লাস্ট ঘ. অ্যালিউরোপ্লাস্ট

১৮. কোষের মস্তিষ্ক কোনটি?

ক. প্রোটোপ্লাজম খ. সাইটোপ্লাজম

গ. নিউক্লিয়াস ঘ. সেন্ট্রিওল

১৯. কোনটিকে কোষের ট্রাফিক পুলিশ বলা হয়?

ক. গলজি বস্তু খ. রাইবোজোম

গ. মাইটোকন্ড্রিয়া ঘ. নিউক্লিয়াস

২০. ক্লোরোপ্লাস্টের বৈশিষ্ট্য হলো—

i. লিউকোপ্লাস্ট হতে সৃষ্টি হয়

ii. ফুলের পরাগায়নে সাহায্য করে

iii. এরা সবুজ এবং খাদ্য তৈরি করতে পারে

নিচের কোনটি সঠিক?

ক. i ও ii খ. i ও iii

গ. ii ও iii ঘ. i, ii ও iii

সঠিক উত্তর

অধ্যায় ১: ১১.ঘ ১২.গ ১৩.খ ১৪.ক ১৫.খ ১৬.ঘ ১৭.ঘ ১৮.গ ১৯.ক ২০.খ

মোহাম্মদ আক্তার উজ জামান, প্রভাষক, সরকারি রূপনগর মডেল স্কুল অ্যান্ড কলেজ, ঢাকা