Thank you for trying Sticky AMP!!

দশম শ্রেণি - ফিন্যান্স ও ব্যাংকিং | অধ্যায় ৬ - বহুনির্বাচনি প্রশ্ন (২১-৩০)

দশম শ্রেণির পড়াশোনা

অধ্যায় ৬

২১. একটি ব্যবসায়িক প্রতিষ্ঠানের মূল লক্ষ্য কী থাকে?

ক. সেবা দান খ. মুনাফা অর্জন

খ. কর্মী সংস্থান ঘ. প্রতিষ্ঠানের উন্নয়ন

২২. মূলধন বাজেটিং প্রয়োজন—

i. নতুন ব্যবসা স্থাপনে

ii. ব্যবসায় সম্প্রসারণে

iii. কর্মী প্রশিক্ষণে

নিচের কোনটি সঠিক?

ক. i ও ii খ. i ও iii

গ. ii ও iii ঘ. i, ii ও iii

২৩. দীর্ঘমেয়াদি বিনিয়োগ সিদ্ধান্তে মূলধন বাজেটিং প্রক্রিয়া প্রয়োগে জড়িত ধাপ কতটি?

ক. ২টি খ. ৩টি

গ. ৪টি ঘ. ৫টি

২৪. পণ্যের ভবিষ্যৎ বিক্রয়মূল্য এবং কতগুলো পণ্য বিক্রি হবে, তা পূর্বানুমান করে কী পাওয়া যায়?

ক. আন্তবাহী প্রবাহ খ. নগদ আন্তপ্রবাহ

গ. ক্রয়মূল্য ঘ. উৎপাদন খরচ

২৫. পে-ব্যাক সময় নির্ণয়ের সূত্র কোনটি?

ক. বার্ষিক নগদপ্রবাহ × বিনিয়োগ

খ. বিনিয়োগ ÷ বার্ষিক নগদ প্রবাহ

গ. বিনিয়োগ × বার্ষিক নগদ আন্তপ্রবাহ

ঘ. বার্ষিক নগদ বহিঃপ্রবাহ × বার্ষিক নগদ আন্তপ্রবাহ

Also Read: দশম শ্রেণি - ইংরেজি ২য় পত্র | Tag Questions (1-2)

২৬. কিসের মাধ্যমে নগদ বহিঃপ্রবাহ ঘটে থাকে?

ক. মোট আয়ের মাধ্যমে

খ. মোট খরচের মাধ্যমে

গ. বিক্রয়ের মাধ্যমে

ঘ. উৎপাদনের মাধ্যমে

২৭. বিক্রয় অনুমানের মতো কোন ধরনের খরচ অনুমান সাবধানতা অবলম্বন করতে হয়?

ক. চলতি ও স্থায়ী খরচ

খ. ক্রেতার সংখ্যা

গ. বিক্রেতার সংখ্যা

ঘ. নগদ মূল্য

২৮. নগদপ্রবাহ নির্ধারণ করার পর সেটিকে নগদ মূল্যে রূপান্তর করার জন্য নিচের কোনটির প্রয়োজন হয়?

ক. বাট্টা হার খ. সুদের হার

গ. মুনাফার হার ঘ. বিক্রেতার বেতন

২৯. গড় মুনাফার হার পদ্ধতিতে প্রত্যাশিত নগদপ্রবাহের পরিবর্তে কোন মুনাফাকে বিবেচনা করা হয়?

ক. নিট মুনাফা খ. নিট বিক্রয়

গ. মোট বিক্রয় ঘ. বাট্টা হার

৩০. প্রকল্পে বিনিয়োগকৃত টাকা কত দিনে ফেরত আসবে, তা কোন পদ্ধতি নির্দেশ করে?

ক. পে-ব্যাক পদ্ধতি

খ. গড় মুনাফার হার পদ্ধতি

গ. নিট বর্তমান মূল্য পদ্ধতি

ঘ. অভ্যন্তরীণ হার পদ্ধতি

সঠিক উত্তর

অধ্যায় ৬: ২১.খ ২২.ক ২৩.খ ২৪.খ ২৫.খ ২৬.খ ২৭.ক ২৮.ক ২৯.ক ৩০.ক

মো. শফিকুল ইসলাম ভূঞা, সিনিয়র শিক্ষক,ঢাকা ক্যান্টনমেন্ট গার্লস পাবলিক স্কুল অ্যান্ড কলেজ, ঢাকা

Also Read: দশম শ্রেণি - ইংরেজি ২য় পত্র | Tag Questions (3-4)