Thank you for trying Sticky AMP!!

দশম শ্রেণি - ভূগোল ও পরিবেশ | অধ্যায় ৫ : বহুনির্বাচনি প্রশ্ন (৬১-৭০)

দশম শ্রেণির পড়াশোনা

অধ্যায় ৫

৬১. গ্রিনহাউস প্রভাব কোন দেশের জন্য সাফল্য বয়ে আনবে?

ক. বাংলাদেশ খ. ভারত

গ. কানাডা ঘ. ব্রাজিল

৬২. জলবায়ু পরিবর্তনের ফলে বিশ্বের কোন উন্নয়নশীল দেশ সবচেয়ে ঝুঁকির মধ্যে রয়েছে?

ক. বাংলাদেশ খ. ভারত

গ. পাকিস্তান ঘ. চীন

৬৩. বায়ুতে শতকরা কত ভাগ অক্সিজেন আছে?

ক. ২০ ভাগ খ. ২০.৭১ ভাগ

গ. ২২.৭০ ভাগ ঘ. ২৩.৭০ ভাগ

৬৪. নিরক্ষীয় অঞ্চলে কোন ধরনের বৃষ্টিপাত হয়?

ক. ঘূর্ণিঝড়

খ. সংঘর্ষ বৃষ্টি

গ. শৈলোৎক্ষেপ বৃষ্টি

ঘ. পরিচলন বৃষ্টি

৬৫. বায়ুর জলীয় বাষ্প ধারণ করাকে কী বলে?

ক. বায়ুর সম্পৃক্ততা

খ. বায়ুর পরিপৃক্ততা

গ. বায়ুর আর্দ্রতা

ঘ. বায়ুর অসম্পৃক্ততা

Also Read: দশম শ্রেণি - ইংরেজি ২য় পত্র | Make tag questions (9-10)

৬৬. ক্রান্তীয় উচ্চচাপ বলয়ের বিস্তৃতি কত?

ক. ৩০ থেকে ৩৫ ডিগ্রি অক্ষাংশ

খ. ৩২ থেকে ৩৭ ডিগ্রি অক্ষাংশ

গ. ৩৭ থেকে ৩৯ ডিগ্রি অক্ষাংশ

ঘ. ৪০ থেকে ৪৫ ডিগ্রি অক্ষাংশ

৬৭. ওজোন গ্যাসের উপস্থিতি কোথায় বেশি পাওয়া যায়?

ক. বায়ুমণ্ডল খ. বারিমণ্ডল

গ. স্ট্রাটোমণ্ডল ঘ. আয়নমণ্ডল

৬৮. কোন ধরনের বৃষ্টিতে শিশিরাঙ্কের সৃষ্টি হয়?

ক. পরিচলন বৃষ্টি

খ. শৈলোৎক্ষেপ বৃষ্টি

গ. ঘূর্ণিবাতজনিত বৃষ্টি

ঘ. সংঘর্ষ বৃষ্টি

৬৯. বায়ুমণ্ডলের বিভিন্ন উপাদানের মধ্যে কোন উপাদানটির পরিমাণ দ্বিতীয়?

ক. অক্সিজেন খ. নাইট্রোজেন

গ. আরগন ঘ. জলীয় বাষ্প

৭০. সূর্য থেকে আসা অতিবেগুনি রশ্মি শোষণ করে কোনটি?

ক. অক্সিজেন

খ. নাইট্রোজেন

গ. কার্বন ডাই-অক্সাইড

ঘ. ওজোন গ্যাস স্তর

সঠিক উত্তর

অধ্যায় ৫: ৬১.গ ৬২.ক ৬৩.খ ৬৪.ঘ ৬৫.গ ৬৬.ক ৬৭.গ ৬৮.ঘ ৬৯.ক ৭০.ঘ

মো. শাকিরুল ইসলাম, প্রভাষক, ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজ, ঢাকা

Also Read: দশম শ্রেণি - ইংরেজি ২য় পত্র | Make tag questions (11-12)