Thank you for trying Sticky AMP!!

এসএসসি ২০২৪ - বিজ্ঞান | অধ্যায় ২ : বহুনির্বাচনি প্রশ্ন (১-১০)

পুনর্বিন্যাসকৃত সিলেবাস অনুসারে

অধ্যায় ২

১. পৃথিবীতে যত প্রকার তরল পদার্থ আছে তার মধ্যে সহজে পাওয়া যায় কোনটি?

ক. পানি খ. পারদ

গ. হাইড্রোজেন ঘ. অক্সিজেন

২. ভূপৃষ্ঠের শতকরা কত ভাগ পানি?

ক. ৭৫ খ. ৮০

গ. ৮৫ ঘ. ৯০

৩. মানবদেহে শতকরা কত ভাগ পানি থাকে?

ক. ৬০-৬৫ খ. ৬০-৭৫

গ. ৬৫-৭৫ ঘ. ৬৫-৮৫

৪. মাছ, মাংস, শাকসবজিতে শতকরা কত ভাগ পানি থাকে?

ক. ৫০-৭০ খ. ৬০-৭০

গ. ৬০-৯০ ঘ. ৭০-৯০

৫. বরফের গলনাঙ্ক কত?

ক. ০° সেলসিয়াস

খ. ৮০° সেলসিয়াস

গ. ৯০° সেলসিয়াস

ঘ. ১০০° সেলসিয়াস

৬. কত তাপমাত্রায় পানির ঘনত্ব সবচেয়ে বেশি?

ক. ০° সেলসিয়াস

খ. ৪° সেলসিয়াস

গ. ১৮° সেলসিয়াস

ঘ. ১০০° সেলসিয়াস

৭. পৃথিবীতে যত পানি আছে তার শতকরা কত ভাগের উত্স সমুদ্র?

ক. ৯০ ভাগ খ. ৯২ ভাগ

গ. ৯৪ ভাগ ঘ. ৯৯ ভাগ

৮. কোন জলজ উদ্ভিদ পানি ও মাটিতে জন্মাতে পারে?

ক. কলমি খ. ধইঞ্চা

গ. পদ্ম ঘ. কচুরিপানা

৯. পানির স্ফুটনাঙ্ক কত?

ক. ১০° সেলসিয়াস

খ. ৫৮° সেলসিয়াস

গ. ৯০° সেলসিয়াস

ঘ. ৯৯.৯৮° সেলসিয়াস

১০. পানি কোন ধরনের পদার্থ?

ক. উভধর্মী পদার্থ খ. ক্ষারধর্মী পদার্থ

গ. অ্যাসিডধর্মী পদার্থ ঘ. নিরপেক্ষ পদার্থ

সঠিক উত্তর

অধ্যায় ২: ১.ক ২.ক ৩.খ ৪.গ ৫.ক ৬.খ ৭.ক ৮.ক ৯.ঘ ১০.ক

মো. আবু সুফিয়ান, শিক্ষক, আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজ, ঢাকা