বিজ্ঞান: অধ্যায় ৭—বহুনির্বাচনি প্রশ্ন: এসএসসি পরীক্ষা–২০২৫

পূর্ণাঙ্গ সিলেবাস

অধ্যায় ৭

 ১.      নিচের কোনটি অ্যাসিড

          ক. NaHCO3         খ. NaCl

          গ. NaOH     ঘ. H2CO3

 ২.     দইয়ে কোন অ্যাসিড থাকে?

          ক. ল্যাকটিক অ্যাসিড খ. অ্যাসিটিক অ্যাসিড

          গ. অক্সালিক অ্যাসিড   ঘ. সাইট্রিক অ্যাসিড

 ৩.     কোনটি দুর্বল অ্যাসিড?

          ক. নাইট্রিক অ্যাসিড     খ. অ্যাসিটিক অ্যাসিড

          গ. হাইড্রোক্লোরিক অ্যাসিড   ঘ. সালফিউরিক অ্যাসিড

 ৪.     পাকস্থলিতে কোন অ্যাসিড আছে?

          ক. H2SO4  খ. HNO3

          গ. HCl         ঘ. H2CO3

 ৫.     হিস্টামিন কী?

          ক অ্যাসিড           খ. ক্ষারক

          গ. ওষুধ       ঘ. লবণ

 ৬.    বেকিং পাউডারের সংকেত কী?

          ক. NaOH    খ. Ca(OH)2 

          গ. NaHCO3          ঘ. CaCO3

 ৭.     বোলতা বা বিচ্ছুর হুলের জন্য সৃষ্ট জ্বালা নিবারণের মলমে কী থাকে?

          ক. ভিনেগার        খ. সাইট্রিক অ্যাসিড

          গ. নাইট্রিক অ্যাসিড      ঘ. অক্সালিক অ্যাসিড

 ৮.     টুথপেস্ট কী?

          ক. অম্ল       খ. লবণ

          গ. ক্ষার       ঘ. নির্দেশক

 ৯.     কোন অ্যাসিডের অভাবে স্কার্ভি রোগ হয়?

          ক. অ্যাসকরবিক          খ. ফরমিক অ্যাসিড

          গ. সাইট্রিক অ্যাসিড     ঘ. ল্যাকটিক অ্যাসিড

 ১০.   কপার সালফেটকে কী বলে?

          ক. ফিটকিরি        খ. তুঁতে

          গ. খাদ্যলবণ        ঘ. খাবার সোডা

 ১১.    আচার সংরক্ষণে কোন অ্যাসিড ব্যবহার করা হয়?

          ক. CH3COOH      খ. HCOOH

          গ. HCl         ঘ. HOOC–COOH

 ১২.   অ্যামোনিয়াম নাইট্রেট কোনটি?

          ক. অ্যাসিড          খ. ক্ষার

          গ. সার        ঘ. সোডা

 সঠিক উত্তর

 অধ্যায় ৭: ১. ঘ ২. ক ৩. খ ৪. গ ৫. ক ৬. গ ৭. ক ৮. গ ৯. ক ১০. খ ১১. ক ১২. গ