৩১. শব্দ উৎসের কম্পাঙ্ক কত হলে আমরা শুনতে পাই?
ক. ২৫ হার্জ খ. ২০ হার্জ
গ. ১৫ হার্জ ঘ. ১০ হার্জ
৩২. চাঁদে বোমা বিস্ফোরণ হলে এর শব্দ পৃথিবীতে এসে পৌঁছাবে না কেন?
ক. আমাদের শ্রাব্যতার নির্দিষ্ট সীমার কারণে
খ. চাঁদ ও পৃথিবীর ঘূর্ণনের কারণে
গ. চাঁদ ও পৃথিবীর মাঝে থাকা শূন্য মাধ্যমের কারণে
ঘ. পৃথিবীর অভিকর্ষ বলের কারণে
৩৩. মানুষের কানের শ্রাব্যতার সীমা কত?
ক. ২০ থেকে ১০০০০ হার্জ
খ. ২০ থেকে ২০০০০ হার্জ
গ. ২০ থেকে ৩০০০০ হার্জ
ঘ. ২০ থেকে ৪০০০০ হার্জ
৩৪. কম্পাঙ্কের একক কী?
ক. সেকেন্ড খ. মিটার
গ. গ্রাম ঘ. হার্জ
৩৫. কুকুরের শ্রাব্যতার সীমা কত?
ক. ২০ হার্জ
খ. ২০,০০০ হার্জ
গ. ২০,০০০ হার্জের চেয়ে বেশি
ঘ. ২০,০০০ হার্জের চেয়ে কম
৩৬. কোন যন্ত্রে শ্রুতি–উত্তর শব্দ ব্যবহৃত হয়?
ক. থার্মোমিটার
খ. আলট্রাসনোগ্রাম
গ. স্টেথোস্কোপ
ঘ. স্ফিগমোম্যানোমিটার
৩৭. শব্দদূষণের ফলে কোন রোগ হয়?
ক. আমাশয় খ. উচ্চ রক্তচাপ
গ. ক্যানসার ঘ. বাত জ্বর
৩৮. আলট্রাসনোগ্রাম যন্ত্রে কোন ধরনের শব্দ ব্যবহার করা হয়?
ক. শ্রুতিপূর্ব শব্দ
খ. শ্রুতি–উত্তর শব্দ
গ. অবশ্রুতি শব্দ
ঘ. শ্রাব্য শব্দ
৩৯. শব্দদূষণ রোধের উপায় কী?
ক. সাইলেন্সার ব্যবহার
খ. রেডিও না শোনা
গ. হুইসেল ব্যবহার
ঘ. টেলিভিশন না দেখা
৪০. শ্রুতিমধুর শব্দের ক্ষেত্রে—
i. এ শব্দ সুরযুক্ত
ii. এ শব্দ সুরবিহীন
iii. এ শব্দ শুনতে ভালো লাগে
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. i ও iii
গ. ii ও iii ঘ. i, ii ও iii
সঠিক উত্তর
অধ্যায় ৮: ৩১.খ ৩২.গ ৩৩.খ ৩৪.ঘ ৩৫.গ ৩৬.খ ৩৭.খ ৩৮.খ ৩৯.ক ৪০.গ
এ এস এম আসাদুজ্জামান, প্রভাষক, বীরশ্রেষ্ঠ মুন্সী আব্দুর রউফ পাবলিক কলেজ, ঢাকা
◀ বহুনির্বাচনি প্রশ্ন (২১-৩০)