Thank you for trying Sticky AMP!!

জীববিজ্ঞান - এসএসসি ২০২৪

পূর্ণাঙ্গ সিলেবাস অনুসারে

[পূর্ববর্তী লেখার পর]

অধ্যায় ৭

৩৬. কোন প্রক্রিয়ায় রক্ত থেকে ফুসফুসে অক্সিজেন পরিবাহিত হয়?

ক. ব্যাপন খ. অভিস্রবণ

গ. শোষণ ঘ. ইমবাইবিশন

৩৭. রক্তে CO2 প্রধানত কীরূপে সঞ্চালিত হয়?

ক. বাই কার্বনেট রূপে

খ. কার্বমিনো যৌগ রূপে

গ. কার্বনিক অ্যাসিড রূপে

ঘ. কার্বন ও অক্সিজেন রূপে

৩৮. রোগ প্রতিরোধব্যবস্থার অতিরিক্ত প্রতিক্রিয়ার ফলে কোন রোগটি হয়?

ক. নিউমোনিয়া খ. ব্রঙ্কাইটিস

গ. হাঁপানি ঘ. যক্ষ্মা

৩৯. ফুলের রেণুর কারণে কোন রোগটি হতে পারে?

ক. নিউমোনিয়া খ. অ্যাজমা

গ. ব্রঙ্কাইটিস ঘ. যক্ষ্মা

Also Read: জীববিজ্ঞান - এসএসসি ২০২৪

৪০. কোন রোগটি ঋতু পরিবর্তনের সময় বেড়ে যায়?

ক. যক্ষ্মা খ. নিউমোনিয়া

গ. ব্রঙ্কাইটিস ঘ. অ্যাজমা

৪১. শ্বাসনালির ভেতরে আবৃত প্রদাহকে কী বলে?

ক. অ্যাজমা খ. ব্রঙ্কাইটিস

গ. নিউমোনিয়া ঘ. যক্ষ্মা

৪২. নিউমোকক্কাস কী?

ক. একধরনের ভাইরাস

খ. একধরনের ব্যাকটেরিয়া

গ. একধরনের ছত্রাক

ঘ. একধরনের প্রোটোজোয়া

৪৩. তিন সপ্তাহের বেশি সময় কাশি থাকা এবং কাশির সঙ্গে রক্ত যাওয়া কোন রোগের লক্ষ্মণ?

ক. ব্রঙ্কাইটিস খ. নিউমোনিয়া

গ. যক্ষ্মা ঘ. অ্যাজমা

সঠিক উত্তর

অধ্যায় ৭: ৩৬.ক ৩৭.ক ৩৮.গ ৩৯.খ ৪০.ঘ ৪১.খ ৪২.খ ৪৩.গ

মোহাম্মদ আক্তার উজ জামান, প্রভাষক, সরকারি রূপনগর মডেল স্কুল অ্যান্ড কলেজ, ঢাকা

[পরবর্তী দিনের লেখা]

Also Read: বাংলা ১ম পত্র - এসএসসি ২০২৪