Thank you for trying Sticky AMP!!

শিখন অভিজ্ঞতা-১ : ডিজিটাল কনটেন্ট তৈরি করো | ডিজিটাল প্রযুক্তি - সপ্তম শ্রেণি

সপ্তম শ্রেণির পড়াশোনা

ডিজিটাল সময়ের তথ্য

তোমরা তোমাদের তৈরি করা প্রতিবেদনের উপর ভিত্তি করে একটি সচেতনতামূলক ডিজিটাল কনটেন্ট তৈরি করবে যা সেমিনারে উপস্থাপিত হবে। এই অভিজ্ঞতার মধ্য দিয়ে শিক্ষার্থী হিসেবে তোমরা যে যোগ্যতা অর্জন করবে—

১. তথ্য সংগ্রহ ও তথ্য সমন্বয় করার সাধারণ নিয়ম ৬ ক ব্যবহার উপযুক্ত প্রেক্ষিতে ব্যবহার করতে পারবে।

Also Read: The Frog and the Ox : Answering Questions | ইংরেজি - সপ্তম শ্রেণি

২. শিক্ষার্থী জরিপ পরিচালনার প্রাথমিক ধারণা অর্জন করে সাধারণ ও অনলাইন জরিপের মাধ্যমে তথ্য সংগ্রহ করতে পারবে।

৩. সংরক্ষিত তথ্য সমন্বয় ও সংরক্ষণ করতে পারবে।

৪. প্রেক্ষাপট ও মাধ্যম বিবেচনায় সৃজনশীল কনটেন্ট তৈরির পরিকল্পনা করতে পারবে।

৫. গল্পকে ছবিতে রূপ দেওয়ার জন্য সাধারণ নিয়মগুলো জেনে ডিজিটাল গল্প বলতে পারবে।

প্রকাশ কুমার দাস, সহকারী অধ্যাপক, মোহাম্মদপুর প্রিপারেটরি স্কুল অ্যান্ড কলেজ, ঢাকা

Also Read: শিখন অভিজ্ঞতা-১ : ডিজিটাল সময়ের তথ্য | ডিজিটাল প্রযুক্তি - সপ্তম শ্রেণি