Thank you for trying Sticky AMP!!

এইচএসসি ২০২৪ - সমাজকর্ম ১ম পত্র | অধ্যায় ১ : বহুনির্বাচনি প্রশ্ন (৩১-৪০)

পুনর্বিন্যাসকৃত সিলেবাস অনুসারে

অধ্যায় ১

৩১. সমাজে কোন ধরনের সামাজিক সমস্যা বর্তমান?

ক. একমুখী খ. দ্বিমুখী

গ. পশ্চাৎমুখী ঘ. বহুমুখী

৩২. সমাজকর্ম কোন ধরনের উন্নয়নের প্রচেষ্টা চালায়?

ক. ব্যক্তিকেন্দ্রিক উন্নয়নের

খ. দলকেন্দ্রিক উন্নয়নের

গ. সমষ্টিভিত্তিক উন্নয়নের

ঘ. গোত্রভিত্তিক উন্নয়নের

৩৩. সমাজকর্ম পেশার মানোন্নয়নের জন্য নিচের কোনটি গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠান?

ক. NASW খ. CAWE

গ. IFSW ঘ. PAPK

৩৪. মাসুদ সাহেব একজন সমাজকর্মী। তিনি সেবা প্রদানের ক্ষেত্রে কী মেনে চলেন?

ক. সামাজিক আইন

খ. রাষ্ট্রীয় আইন

গ. ধর্মীয় আইন

ঘ. পেশাদার নীতিমালা

৩৫. ‘Government and Social Welfare’ গ্রন্থের লেখক কে?

ক. চার্লস জ্যাস্ট্র খ. ফ্রিডল্যান্ডার

গ. ওয়েন ভেসি ঘ. উইলসন

Also Read: এইচএসসি ২০২৪ - তথ্য ও যোগাযোগ প্রযুক্তি | অধ্যায় ২ : বহুনির্বাচনি প্রশ্ন (১৩১-১৪০)

৩৬. সমাজকর্মের সার্বিক কার্যক্রম কীরূপ?

ক. অপ্রাতিষ্ঠানিক খ. প্রাতিষ্ঠানিক

গ. তথ্যবহুল ঘ. গ্রহণযোগ্য

৩৭. সমাজকর্ম পেশার যাবতীয় কার্যক্রম কীভাবে পরিচালিত হয়?

ক. নিজস্ব নীতিমালার আলোকে

খ. ইসলামি নীতিমালার আলোকে

গ. মানবীয় নীতিমালার আলোকে

ঘ. প্রাতিষ্ঠানিক কাঠামো ও নীতিমালার আলোকে

৩৮. সমাজকর্ম অনুশীলনের মাধ্যমে—

i. সমস্যার উৎস নির্নয় করা হয়

ii. সমস্যার কারণ চিহ্নিত করা হয়

iii. সমস্যা প্রকৃতি ও প্রভাব নির্ণয় করা হয়

নিচের কোনটি সঠিক?

ক. i ও ii খ. i ও iii

গ. ii ও iii ঘ. i, ii ও iii

৩৯. মানবসমস্যা মূলত কয়টি পর্যায়ে বিস্তৃত?

ক. ২টি খ. ৩টি

গ. ৪টি ঘ. ৫টি

৪০. সমস্যা সমাধানের ক্ষেত্রে সমাজকর্মে কয়টি মৌলিক পদ্ধতি গড়ে ওঠেছে?

ক. ২টি খ. ৩টি

গ. ৪টি ঘ. ৫টি

সঠিক উত্তর

অধ্যায় ১: ৩১.ঘ ৩২.ঘ ৩৩.ক ৩৪.ঘ ৩৫.গ ৩৬.খ ৩৭.ঘ ৩৮.ঘ ৩৯.খ ৪০.খ

কামরুন নাহার রুনু, প্রভাষক, শের–ই–বাংলা স্কুল অ্যান্ড কলেজ, ঢাকা

Also Read: এইচএসসি ২০২৪ - রসায়ন ২য় পত্র | অধ্যায় ১ : বহুনির্বাচনি প্রশ্ন (১-১০)