Thank you for trying Sticky AMP!!

সংক্ষেপে জেনে রাখি - প্রুনিং, নিডোসাইট, নির্গমশীল উদ্ভিদ, ম্যালপিজিয়ান নালিকা

প্রুনিং

গাছ পরিপূর্ণ হওয়ার পর গাছকে সুস্থ, সবল ও স্বাভাবিক রাখা এবং উৎপাদনক্ষমতা বাড়ানোর জন্য গাছের কোনো কোনো অংশ যেমন- কাণ্ড, শাখা, পাতা, ফুল ইত্যাদি কেটে অপসারণ করাকে প্রুনিং বলে।

নিডোসাইট

হাইড্রাসহ নিডারিয়া পর্বের সব প্রাণীর বহির্ত্বকের পেশি আবরণী কোষের মধ্যবর্তী স্থানে যে বিশেষ বৈশিষ্ট্যপূর্ণ কোষ দেখা যায় তাকে নিডোসাইট বলে। হাইড্রার পদতল ছাড়া বহিঃত্বকের সব জায়গায় এ কোষ দেখতে পাওয়া যায়। কোষগুলো বড়, নিচের দিকে নিউক্লিয়াস থাকে, দ্বি-আবরণবেষ্টিত এবং দেখতে পেয়ালাকৃতি বা ডিম্বাকৃতি।

নির্গমশীল উদ্ভিদ

যেসব উদ্ভিদের শিকড় পানির নিচে মাটিতে থাকে কিন্তু পাতা ও কাণ্ডের উপরের অংশ বা শুধু পাতা পানির ওপর দাঁড়িয়ে থাকে বা ভেসে থাকে সেগুলোকে নির্গমশীল উদ্ভিদ বলে। যেমন- শাপলা, পানিফল, শুসনি শাক, আড়াইল ইত্যাদি।

ম্যালপিজিয়ান নালিকা

ম্যালপিজিয়ান নালিকা হলো পতঙ্গ শ্রেিণর প্রাণীদের রেচন অঙ্গ। এটি পতঙ্গ শ্রেণির প্রাণীদের মধ্য ও পশ্চাৎ পৌষ্টিক নালির সংযোগস্থলে অবস্থিত। এটি হিমোলিম্ফ থেকে রেচন পদার্থ শোষণ করে পৌষ্টিক নালির গহ্বরে প্রেরণ করে।

Also Read: সংক্ষেপে জেনে রাখি - ড্রপবক্স, খরাসহিষ্ণু ফসল, সামাজিক নেটওয়ার্ক, সফটওয়্যার পাইরেসি