Thank you for trying Sticky AMP!!

ব্যবসায় উদ্যোগ - দশম শ্রেণি

দশম শ্রেণির পড়াশোনা

অধ্যায় ২

৪১. ব্যবসায়ের স্থান নির্ধারণের ক্ষেত্রে লক্ষ রাখা প্রয়োজন—

i. কাঁচামালের সহজলভ্যতার দিকে

ii. বাজারজাতকরণের সুবিধার দিকে

iii. অবকাঠামোগত সুবিধার দিকে

নিচের কোনটি সঠিক?

ক. i ও ii খ. i ও iii

গ. ii ও iii ঘ. i, ii ও iii

উদ্দীপকটি পড়ে ৪২ ও ৪৩ নম্বর প্রশ্নের উত্তর দাও।

সাবরিনা হস্তশিল্পের ব্যাপারে খুব আগ্রহী। এসব বিষয়ে প্রশিক্ষণ নিয়ে তিনি একটি কুটিরশিল্প শুরু করলেন।

৪২. সাবরিনার এ কর্মপ্রচেষ্টাকে কী বলে?

ক. ঝুঁকি খ. শিল্প

গ. উদ্যোগ ঘ. বিনিয়োগ

৪৩. যেকোনো উদ্যোগ গ্রহণের ক্ষেত্রে প্রয়োজন—

i. পরিশ্রম

ii. ইচ্ছা

iii. কর্মপ্রচেষ্টা

নিচের কোনটি সঠিক?

ক. i ও ii খ. i ও iii

গ. ii ও iii ঘ. i, ii ও iii

উদ্দীপকটি পড়ে ৪৪ ও ৪৫ নম্বর প্রশ্নের উত্তর দাও।

পাপ্পু সামান্য পুঁজি নিয়ে ব্যবসায় শুরু করেন। তিনি অধ্যবসায়ের মাধ্যমেই একজন সার্থক ব্যবসায়ী উদ্যোক্তা ও অন্যতম ধনাঢ্য ব্যক্তিতে পরিণত হন। কোনো কাজেই তিনি হতাশ হতেন না।

৪৪. হতাশ না হওয়ার মধ্যে পাপ্পুর কোন গুণ প্রকাশ পেয়েছে?

ক. আত্মবিশ্বাস খ. স্বাধীনতা

গ. নিষ্ঠা ঘ. সৃজনশীলতা

৪৫. পাপ্পুর সফল হওয়ার কারণ—

i. ব্যবসায়ের প্রতি একাগ্রতা

ii. কঠোর পরিশ্রম

iii. আন্তরিকতা

নিচের কোনটি সঠিক?

ক. i ও ii খ. i ও iii

গ. ii ও iii ঘ. i, ii ও iii

Also Read: ব্যবসায় উদ্যোগ - দশম শ্রেণি

৪৬. একজন উদ্যোক্তার প্রধান গুণ কয়টি?

ক. ১৮টি খ. ২০টি

গ. ২২টি ঘ. ২৮টি

৪৭. ব্যবসায় উদ্যোগের প্রধান উদ্দেশ্য কোনটি?

ক. সেবা প্রদান খ. জনকল্যাণ

গ. মুনাফা অর্জন ঘ. কর্মসংস্থান

৪৮. ব্যবসায় উদ্যোক্তার ক্ষেত্রে সঠিক উক্তি—

i. উদ্যোক্তারা জন্মগতভাবেই উদ্যোক্তা

ii. শিক্ষা ও প্রশিক্ষণের মাধ্যমে উদ্যোক্তা সৃষ্টি করা যায়

iii. যে কেউ উদ্যোক্তা হতে পারেন

নিচের কোনটি সঠিক?

ক. i ও ii খ. i ও iii

গ. ii ও iii ঘ. i, ii ও iii

৪৯. সফল উদ্যোক্তারা সিদ্ধান্ত নেন কীভাবে?

ক. বোর্ড মিটিংয়ের মাধ্যমে

খ. বিচার-বিশ্লেষণের মাধ্যমে

গ. সময়ক্ষেপণের মাধ্যমে

ঘ. পূর্ব অভিজ্ঞতার মাধ্যমে

৫০. উদ্যোক্তার বিশেষ গুণ হিসেবে বিবেচিত হয়-

i. পরিবর্তিত পরিস্থিতিতে খাপ খাইয়ে চলা

ii. নেতৃত্ব দানের যোগ্যতা

iii. অন্যের ওপর প্রভাব বিস্তারের ক্ষমতা

নিচের কোনটি সঠিক?

ক. i ও ii খ. i ও iii

গ. ii ও iii ঘ. i, ii ও iii

সঠিক উত্তর

অধ্যায় ২: ৪১.ঘ ৪২.গ ৪৩.ঘ ৪৪.ক ৪৫.ঘ ৪৬.ক ৪৭.গ ৪৮.ঘ ৪৯.খ ৫০.ঘ

মো. আলতাফ হোসেন, প্রভাষক, বীরশ্রেষ্ঠ মুন্সী আব্দুর রউফ পাবলিক কলেজ, ঢাকা

Also Read: ব্যবসায় উদ্যোগ - দশম শ্রেণি