Thank you for trying Sticky AMP!!

সমাজবিজ্ঞান ১ম পত্র - এইচএসসি ২০২৪

পুনর্বিন্যাসকৃত সিলেবাস অনুসারে

অধ্যায় ১

৩১. সমাজবিজ্ঞানের পরিধি পরিবর্তনের কারণ কী?

ক. সমাজ সদা পরিবর্তনশীল

খ. সমাজে মানুষ নতুন কিছু সৃষ্টি করছে

গ. পৃথিবীতে বিভিন্ন সমাজ বিদ্যমান

ঘ. সমাজবিজ্ঞানীদের গবেষণার কারণে

৩২. সমাজবিজ্ঞানের কেন্দ্রীয় প্রত্যয় কোনটি?

ক. উন্নয়ন

খ. সদা পরিবর্তনশীলতা

গ. সমাজকাঠামো

ঘ. সামাজিক গোষ্ঠী

৩৩. গবেষণার ক্ষেত্রে সমাজবিজ্ঞান কেমন?

ক. ব্যক্তিনিরপেক্ষ

খ. গোষ্ঠীনিরপেক্ষ

গ. মূল্যবোধনিরপেক্ষ

ঘ. স্বার্থনিরপেক্ষ

৩৪. সমাজবিজ্ঞানের লক্ষ্য সমাজের কোন দিকটি নির্ণয় করা?

ক. বাস্তবতা খ. সমাজকাঠামো

গ. পরিবর্তন ঘ. উন্নয়ন

৩৫. নিচের কোন গ্রন্থটির লেখক প্লেটো?

ক. The Politics

খ. Republic

গ. The New Science

ঘ. Das Capital

৩৬. টমাস মুর কত সালে Utopia গ্রন্থটি রচনা করেন?

ক. ১৪১৬ সালে খ. ১৫১৬ সালে

গ. ১৭৩৯ সালে ঘ. ১৮৩৯ সালে

৩৭. ইতালির পণ্ডিত ভিকো কে ছিলেন?

ক. রাষ্ট্রবিজ্ঞানী খ. অর্থনীতিবিদ

গ. দার্শনিক ঘ. নৃবিজ্ঞানী

৩৮. প্লেটোর সুযোগ্য ছাত্র কে ছিলেন?

ক. অগাস্ট কোঁৎ খ. অ্যারিস্টটল

গ. ভিকো ঘ. হার্বার্ট স্পেনসার

৩৯. অগাস্ট কোঁতের বিখ্যাত গ্রন্থের নাম কী?

ক. দ্য পলিটিকস খ. পজিটিভ ফিলোসফি

গ. দ্য প্রিজ্ঞা ঘ. নিউ সায়েন্স

৪০. নিচের কে বাস্তব দৃষ্টিতে সমাজ ও মানবচরিত্র বিশ্লেষণে প্রয়াস পান?

ক. প্লেটো খ. অ্যারিস্টটল

গ. ম্যাকিয়াভেলি ঘ. হবস

সঠিক উত্তর

অধ্যায় ১: ৩১.ক ৩২.গ ৩৩.গ ৩৪.ক ৩৫.খ ৩৬.খ ৩৭.ক ৩৮.খ ৩৯.খ ৪০.গ

শামসুন নাহার, সহকারী অধ্যাপক, ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজ, ঢাকা