হলিউড–বলিউড তারকাদের মতো দেশের তারকারাও এগিয়ে যাচ্ছেন সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারে। নিয়মিত এখন অনেকেই ইনস্টাগ্রামে কাজ ও ব্যক্তিগত খবর প্রকাশ করেন। সেখানে লাখ লাখ ভক্ত যুক্ত রয়েছেন। আসুন ছবিতে দেখে নিই ইনস্টাগ্রামে মিলিয়ন অনুসারীতে এই তারকাদের মধ্য কে এগিয়ে?
