বাংলাভিশনে আজ রাত আটটা ১০ মিনিটে প্রচারিত হবে নাটক ইমোশনাল আব্দুল মতিন। লিখেছেন হিমু আকরাম, পরিচালনা করেছেন জাহিদ হাসান। অভিনয় করেছেন জাহিদ হাসান, রাখী প্রমুখ। আব্দুল মতিন সহজ-সরল জীবনযাপনে অভ্যস্ত। মোল্লা সাহেবের মেয়ে বিলকিসকে প্রাইভেট পড়ানো আর মহল্লার ছোট ভাইদের নিয়ে গল্প করে তার দিন কেটে যায়। আরেকটি কাজে নিজেকে জড়িয়ে রাখে আব্দুল মতিন; তা হচ্ছে প্রেম। তাও আবার মহল্লার মেয়ে দিলখুশির সঙ্গে। একদিন দিলখুশির বিয়ের কার্ড পেয়ে আব্দুল মতিন আত্মহত্যার সিদ্ধান্ত নেয়।