এবার মঞ্চে বটতলার ‘খনা’

সুবচন নাট্য সংসদ খনা নাটক মঞ্চে আনে ২০০৮ সালে। নাটকটি রচনা করেন সামিনা লুত্ফা নিত্রা এবং নির্দেশনা দেন মো. আলী হায়দার। নাটকে খনার চরিত্রে অভিনয় করেন নিত্রা। ওই বছরই সুবচন থেকে কয়েকজন বেরিয়ে এসে গঠন করেন নতুন দল বটতলা। তাঁদের মধ্যে অনেকেই খনা নাটকের সঙ্গে জড়িত ছিলেন। এবার বটতলা নতুন করে মঞ্চে আনছে খনা নাটকটি। নাট্যকার, নির্দেশক ও খনা চরিত্রের অভিনয়শিল্পী থাকছেন প্রথমটির মতোই। নিত্রা জানান, আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে বিপ্লবী নারী সংহতি একটি অনুষ্ঠানের আয়োজন করেছে। এ আয়োজনেই খনা নাটকটি মঞ্চস্থ করবে বটতলা। নিত্রা বলেন, ‘এ নাটকের অভিনয়শিল্পী থেকে শুরু করে নেপথ্যের অনেকেই এখন বটতলার সদস্য। তাঁদের সঙ্গে নতুন সদস্যদের অংশগ্রহণ রয়েছে খনা নাটকে। মূল নাটকের আঙ্গিক ঠিক থাকছে, তবে উপস্থাপনায় নতুনত্ব রাখা হচ্ছে। এবার খনা নাটকে সংগীত করছেন কৃষ্ণকলি ও সমজিত্। আর পোশাকেও থাকছে ভিন্নতা।’নিত্রা জানান, এবারের অমর একুশে গ্রন্থমেলায় তাঁর লেখা খনা নাটকটি বই আকারে প্রকাশিত হয়েছে। মূল পাণ্ডুলিপির সঙ্গে এ বইয়ে আরও আছে খনা নিয়ে বিভিন্ন পত্রিকায় প্রকাশিত কিছু লেখা।খনা বটতলার তৃতীয় নাটক। এর আগে এই দল থেকে মঞ্চে এসেছে নাটক একজন রুহুল আমিন ও ধামাইল।বটতলার সঙ্গে সম্প্রতি যুক্ত হয়েছেন নায়লা আজাদ নূপুর। যুক্তরাষ্ট্র প্রবাসী নূপুর ডিসেম্বরে এ দলের ক্রিয়েটিভ পরিচালকের দায়িত্ব নেবেন।