
ভারতের পশ্চিমবঙ্গের তৃণমূলের সাংসদ চিত্রনায়িকা মিমি চক্রবর্তী আপাতত পুরোদস্তুর শুটিংয়ে ব্যস্ত। পরপর বেশ কয়েকটি বড় বাজেটের টালিউড ছবির প্রস্তাব রয়েছে মিমির হাতে। সম্প্রতি জুটি বেঁধেছেন জনপ্রিয় নায়ক জিতের সঙ্গে। মাত্র পাঁচ দিন আগে সামাজিক যোগাযোগমাধ্যমে মুখে মাস্ক দেওয়া একটি ছবি দিয়ে তিনি জানিয়েছিলেন, লন্ডনে যাচ্ছেন। উদ্দেশ্য, জিতের সঙ্গে ‘বাজি’ সিনেমায় শুটিংয়ে অংশ নেওয়া। গতকাল মঙ্গলবার লন্ডনে তোলা আরেকটি ছবি দিয়ে জানালেন, ভারতে ফিরছেন তিনি। সরকারের অনুরোধে শুটিং ফেলে হঠাৎ করেই দেশে ফেরার সিদ্ধান্ত নিয়েছেন কলকাতার জনপ্রিয় অভিনেত্রী ও সাংসদ মিমি চক্রবর্তী। ফিরছেন অভিনেতা জিৎও।
করোনাভাইরাসের আতঙ্কের জেরে ভারত সরকার অনুরোধ করেছিল বিদেশে থাকা সব মানুষকে দেশে ফিরে আসার জন্য। কারণ, ১৮ মার্চ থেকে ইউরোপীয় ইউনিয়ন, তুরস্ক, ব্রিটেন থেকে কোনো ভারতীয় বা বিদেশি ভারতে ফিরতে পারবেন না—এমনটাই জানানো হয়েছিল নির্দেশে। এবার সেই নির্দেশ মেনেই ভারতে ফিরছেন মিমি-জিৎ।
করোনার ভয়াল ছায়া ইতিমধ্যে গ্রাস করেছে ভারতকে। সে দেশের অঙ্গরাজ্য পশ্চিমবঙ্গও তার বাইরে নয়। সেখানকার মুখ্যমন্ত্রী ইতিমধ্যে সতর্কতা জারি করেছেন শহরে। যার জেরে সব প্রেক্ষাগৃহ বন্ধ হয়ে গেছে ৩১ মার্চ পর্যন্ত। নিরাপদে থাকতেই শুটিং বাতিল হয়েছে বেশ কিছু সিনেমার। বন্ধ ধারাবাহিকের শুটিংও। কিন্তু ‘বাজি’র শুটিংয়ে কোনো বাধা ছিল না।
তবে ১৮ তারিখের পর ভারতের কেন্দ্রীয় সরকার সে দেশে ঢোকায় নিষেধাজ্ঞা জারি করায় বাধ্য হয়েই শুটিং বাতিল করে ফিরছে টিম ‘বাজি’। কাজের প্রতি দায়বদ্ধতা থেকে করোনা–আতঙ্কের মধ্যেই লন্ডনের উদ্দেশে উড়ে গিয়েছিলেন মিমি চক্রবর্তী। সেখানে শুটিংয়ে অংশও নিয়েছিলেন। ব্রিটেনের বাকিংহামশায়ারে আপাতত শুটিং চলছিল, কিন্তু পুরোটা বাতিল করে দেশে ফিরছে টিম বাজি। মঙ্গলবার, সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেই এ খবর জানান মিমি।
ব্রিটেন থেকেই সোশ্যাল মিডিয়ায় ভিডিও পোস্ট করেছিলেন অভিনেত্রী-সাংসদ। করোনাভাইরাসের প্রকোপ রুখতে সব রকম পদক্ষেপ টিম বাজি নিচ্ছেন বলেও জানিয়েছিলেন তিনি। ভিডিও বার্তায় মিমি বলেন, ‘আশা করব আপনারা সুস্থ রয়েছেন। সব রকম নিয়ম মেনে চলছেন। আমরাও এখানে নিরাপত্তা বজায় রেখেই শুটিং করছি।’
অংশুমান প্রত্যুষের পরিচালনায় জিৎ প্রযোজনায় তৈরি হচ্ছে বাজি। জানা গিয়েছিল ছবির বেশ কয়েকটি দৃশ্যের শুটিং হবে লন্ডনে। বাজি দক্ষিণি ছবির আদলে এ ছবির পরিকল্পনা করা হয়েছে। তবে চিত্রনাট্য একেবারে নিজের মতো করে সাজিয়েছেন অর্ণব ভৌমিক।
গত বছর পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের আহ্বানে রাজনীতিতে যোগ দেন চিত্রনায়িকা নুসরাত জাহান ও মিমি চক্রবর্তী। ভারতের ১৭তম লোকসভা নির্বাচনে পশ্চিমবঙ্গের বসিরহাট থেকে তৃণমূলের প্রার্থী হিসেবে জয়ী হয়েছেন নুসরাত জাহান আর যাদবপুর আসন থেকে মিমি চক্রবর্তী।