Thank you for trying Sticky AMP!!

কলকাতায় বসে ঢাকার গল্প বললেন ফিলিপাইনের অভিনেতা

নিজের ছবির পোস্টারের সামনে অ্যালেন ডিজন। ছবি: হাবিবুল্লাহ সিদ্দিক

‘ফিলিপাইনের জনপ্রিয় অভিনেতা অ্যালেন ডিজন।’ বললেন ফিলিপাইনের নির্মাতা রেলস্টন গঞ্জালেজ জোভার। পাশে বসে মিটিমিটি হাসছিলেন অ্যালেন। নির্মাতা বললেন, এবার ২৪তম কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে আসার অভিজ্ঞতা। বললেন, তাঁর নতুন ছবি ‘পারসন অব ইন্টারেস্ট’ নিয়ে। কতটা বৈরিতার মধ্যে, সরকারের বিপক্ষে গিয়ে ছবি বানাতে হয়েছে তাঁকে। সেন্সর পেতে বেশ ঘাম ঝরিয়েছেন পরিচালক ও প্রযোজক।

এই ছবির প্রধান চরিত্রে অভিনয় করেছেন অ্যালেন ডিজন। ছবির গল্প জানানোর পাশাপাশি বললেন গত বছর ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে যাওয়ার গল্প। নতুন ছবি নিয়ে গিয়েছিলেন সেখানে। ঢাকার আতিথেয়তায় মুগ্ধ তিনি। মুগ্ধতা ছড়িয়েছে ঢাকার খাবারেও; বিশেষ করে মাছের স্বাদ এখনো ভোলেননি ফিলিপাইনের ফিচার ফিল্মের এই অভিনেতা।

সুযোগ পেলে আবার যাবেন অ্যালেন ডিজন। বললেন, ‘আবার যেকোনো উৎসবে দেখা হবে ঢাকার সঙ্গে। ছবি নিয়ে তো পুরো পৃথিবী ঘুরতে চাই।’

ছবি নিয়ে নন্দনে আয়োজিত নিয়মিত সংবাদ সম্মেলনে অংশ নিয়ে ‘পারসন অব ইন্টারেস্ট’ ছবির প্রযোজক, পরিচালক ও অভিনেতা এসব বলেন।