২০০৯ সালে সর্বাধিক উপার্জনক্ষম অভিনেতাদের তালিকায় জনি ডেপের নাম ছিল শীর্ষে। সেবার তাঁর উপার্জনের পরিমাণ ছিল সাড়ে সাত কোটি ডলার। গত বছর তা নেমে পাঁচ কোটিতে এসে ঠেকেছে। তাই শীর্ষস্থানটি এবার আর ধরে রাখতে পারেননি জনি ডেপ। ফোর্বস ম্যাগাজিনের জরিপ বলছে, ইনসেপশন ও শাটার আইল্যান্ড-এর মতো দু-দুটি ব্লকবাস্টার ছবি উপহার দিয়ে লিওনার্দো ডিক্যাপ্রিও গত বছর আয় করেছেন সাত কোটি ৭০ লাখ ডলার। ফলে সর্বাধিক উপার্জনের শীর্ষস্থানটি এখন ডিক্যাপ্রিওর দখলে। তৃতীয় স্থানে অ্যাডাম স্যান্ডলার, চতুর্থ উইল স্মিথ এবং পঞ্চম স্থানে আছেন টম হ্যাঙ্কস। তাঁদের উপার্জিত অর্থের পরিমাণ যথাক্রমে চার কোটি, তিন কোটি ৬০ লাখ ও সাড়ে তিন কোটি ডলার। ওয়েবসাইট।