Thank you for trying Sticky AMP!!

ফেসবুক নিয়ে বিড়ম্বনায় ববিতা ও চম্পা

অভিনয়শিল্পী ববিতা ও চম্পা

চলচ্চিত্রের বরেণ্য অভিনয়শিল্পী ববিতা ও চম্পার নামে চাঁদাবাজির চেষ্টা চালাচ্ছে একটি দল। এমন অভিযোগ করেছেন এই দুই বোন। ফেসবুকে এই দুই অভিনয়শিল্পীর নামে আইডি খুলে কারা এমনটা করছেন বুঝতে পারছেন না তাঁরা। তবে বিষয়টি নিয়ে ভীষণ রকম বিব্রত ও আতঙ্কিত এই দুই অভিনয়শিল্পী।

প্রথম আলোকে গত বৃহস্পতিবার রাতে এই অস্বস্তিকর অভিজ্ঞতার কথা জানান দুই বোন ববিতা ও চম্পা। ক্ষুব্ধ ববিতা বলেন, ‘আমি কোনো দিনই ফেসবুক ব্যবহার করিনি। অথচ প্রায়ই কোনো না কোনো অনুষ্ঠানে আমাকে শুনতে হয়, আপনি তো আমার ফেসবুক ফ্রেন্ড। আপনার সঙ্গে মেসেঞ্জারে আলাপটা সেদিন ভালোই জমে উঠেছিল! আমার তো আকাশ থেকে পড়ার অবস্থা। আমার বিভিন্ন অনুষ্ঠানের এবং ঘরের দুর্লভ স্থিরচিত্রও নাকি ওই ফেসবুক থেকে প্রকাশ করে দেওয়া হয়। শুধু তাই নয়, আমি নাকি দেশের বাইরে থাকা অবস্থায় মেসেঞ্জারে কার কার কাছে টাকা চেয়েছি। পুরো বিষয়টি আমার জন্য ভীষণ অস্বস্তিকর। শুরুতে বিষয়টা পাত্তা দিইনি, এখন তো খুব ভীতিকর মনে হচ্ছে। কঠোর আইনি পদক্ষেপ নেওয়ার সিদ্ধান্ত নিয়েছি।’

ববিতার মতো ছোট বোন চম্পাও ফেসবুক নিয়ে বিরক্ত। জানালেন, কয়েক দিনের মধ্যে বিষয়টি আইনিভাবে মোকাবিলা করবেন। চম্পার ফেসবুক আইডি থেকেও কে বা কারা টাকা দাবি করছে। পরিচিতজনেরা বিশ্বাস করতে পারেন না বলেই মুঠোফোনে নিশ্চিত হন। তখনই জানতে পারেন, ঘটনাটি ভুয়া। চম্পা বলেন, ‘পরিচিতজনদের অনেকের কাছে হয়তো আমাদের ফোন নম্বর থাকায় বিষয়টি থেকে রক্ষা পান। কিন্তু ভক্তদের অনেকে এই ফেসবুক আইডি আমার ভেবে বিশ্বাস করে প্রতারিত হবেন। যিনি টাকা চাইছেন এখন, পরে রাষ্ট্র ও সমাজবিরোধী কোনো লেখা পোস্ট করে দিতেও দ্বিধাবোধ করবেন না। পুরো ব্যাপারটি নিয়ে আমরা আতঙ্কিত। সবাইকে বলতে চাই, আমরা ফেসবুক ব্যবহার করি না। তাই এ ধরনের বিভ্রান্তিকর খবরে মোটেও কান দেবেন না।’