লুকার স্বপ্নের জগৎ

শৈশব হচ্ছে সারা দিন হইচই আর ছোটাছুটি করে বেড়ানোর সময়। কিন্তু এ ব্যাপারে একদমই আলাদা ১২ বছর বয়সী লুকা। পেশির এক জটিল রোগে তার সারা দিন কাটে হুইলচেয়ারে। অনেকটা এ সময়ের সেরা বিজ্ঞানী স্টিফেন হকিংয়ের মতো। নিজে নিজে সে খেতে, কাপড় পরতে বা গোসল করতেও পারে না। তবে লুকা সামান্য হলেও হাত নাড়াতে পারে। অবশ্য তাতেও সীমাবদ্ধতা আছে। কিন্তু তার কল্পনার কোনো সীমা নেই। তার আকাশ ছোঁয়ার সেই কল্পনাকে বাস্তবে রূপ দিয়েছেন ফটোগ্রাফার ম্যাতেজ পেলঝান। একখণ্ড সাদা চাদরের ওপর লুকাকে শুইয়ে বিভিন্ন ভঙ্গিমায় ছবি তুলেছেন তিনি। তাতে ফুটে উঠেছে লুকার স্বপ্নের জগৎ।