হলিউড ২০১৯!

২০১৯ এসেছে ঝাঁপিভরা নতুন নতুন সিনেমার খবর নিয়ে। এ বছর সিনেমাপ্রেমীরা হলিউডের যে ছবিগুলো দেখে হাসবেন, কাঁদবেন, রোমাঞ্চিত হবেন তার কয়েকটি নিয়ে এ আয়োজন। ২০১৯ সালের প্রতীক্ষিত কিছু হলিউড ছবির কথা থাকছে এতে—


ফ্রোজেন টু

ফ্রোজেন কেবল শিশুদের নয়, বড়দেরও ভালো লেগেছিল। সেই ভালো লাগা নিয়ে অ্যানা–এলসা আবার আসছে ফ্রোজেন টু নিয়ে। এ ছবিটি মুক্তি পাবে ২২ নভেম্বরে।

অ্যাভেঞ্জার্স ইনফিনিটি ওয়ার–এন্ডগেম

মার্ভেল ইউনিভার্সের অন্যতম বড় বাজেটের চলচ্চিত্র অ্যাভেঞ্জার্স: ইনফিনিটি ওয়ার–এর শেষ পর্ব আসছে ২৬ এপ্রিল। মাত্র দিন কয়েক আগে গত হওয়া বছর থেকেই ছবিটি নিয়ে আলোচনার কমতি নেই। ইতিমধ্যে ছবির ট্রেলার ভক্তদের মধ্যে আলোড়ন তুলেছে।


স্পাইডারম্যান ফার ফ্রম হোম

অ্যাভেঞ্জার্স: ইনফিনিটি ওয়ার–এ ‘থানোস’–এর এক তুড়িতে উড়ে গিয়েছিল ‘স্পাইডারম্যান’। এরপর কি ঘটেছে তাঁর ভাগ্যে? সে কি আর ফিরবে? এসব প্রশ্নের উত্তর মিলবে অ্যাভেঞ্জার্স: ইনফিনিটি ওয়ার–এন্ডগেম–এ। আর এর পর আবার পর্দায় ফিরে আসবে অতিমানব ‘স্পাইডারম্যান’। এবারের ছবিটির নাম স্পাইডারম্যান: ফার ফ্রম হোম।


টয় স্টোরি ৪

টয় স্টোরি সিরিজের ছবিগুলো নিয়ে বাচ্চা–তরুণ–প্রবীণ সবারই কম–বেশি আগ্রহ থাকে। ২০১৯ সালে সেই টয় স্টোরির চতুর্থ কিস্তি আসতে যাচ্ছে। কেমন ব্যবসা করবে এই অ্যানিমেশন ছবিটি? জানতে হলে অপেক্ষা করতে হবে ২০ জুন পর্যন্ত।


ক্যাপ্টেন মার্ভেল

গত বছরের অ্যাভেঞ্জার্স: ইনফিনিটি ওয়ার ছবির শেষে ক্যাপ্টেন মার্ভেল ছবির একটি আঁচ পাওয়া যায়। এর পর থেকে শুরু হয় কৌতূহল। সেই কৌতূহলে ইতি টানা হবে এ বছরের ৮ মার্চ। সেই দিন মুক্তি পাবে ক্যাপ্টেন মার্ভেল ছবিটি। ‘ক্যাপ্টেন মার্ভেল’ হিসেবে অভিনেত্রী ব্রি লারসনকে এরই মধ্যে ট্রেলারে দেখতে পেয়েছেন দর্শকেরা। সেটা নিয়ে রয়েছে দর্শকদের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া।


স্টার ওয়ারস: এপিসোড ৯

২০১৮ সালে স্টার ওয়ারস সিরিজের হান সোলো ছবিটি প্রত্যাশিত ব্যবসা করতে পারেনি। কিন্তু ২০১৯ সালে ধারণা করা হচ্ছে হলিউডের জনপ্রিয়তম এই সিরিজটির নতুন ছবি পুরোনো অবস্থান ফিরে পাবে। আগামী ডিসেম্বরে মুক্তি পাবে স্টার ওয়ারস: এপিসোড ৯।


জোকার

ব্যাটম্যানের চিরশত্রু জোকারকে নিয়ে পুরো একটা চলচ্চিত্রের ঘোষণা ডিসি কমিকের ভক্তদের মধ্যে রোমাঞ্চ তৈরি করেছিল। এ বছর তো আসছে আস্ত ছবিটিই। ছবিতে দেখা যাবে ‘জোকার’ কীভাবে জোকার হয়ে উঠল, সেই গল্প। এবারের ছবিতে ‘জোকার’ চরিত্রে অভিনয় করবেন ওয়াকিম ফিনিক্স। এটি মুক্তি পাবে ৪ অক্টোবর।


ইট: চ্যাপ্টার টু

২০১৭ সালের অন্যতম ব্যবসাসফল ছবি ইট। পিলে চমকে দেওয়া সেই ছবির দ্বিতীয় পর্ব আসছে চলচ্চিত্র বছরের ৬ সেপ্টেম্বর। এখনো ট্রেলার বা ছবির গল্পের ব্যাপারে তেমন একটা কিছু প্রকাশ করেনি ছবির পরিচালক বা প্রযোজনা প্রতিষ্ঠান। শুধু জানা গেছে, প্রথম ছবির খুদে শিল্পীরা এবারের ছবিতে বড় হয়ে যাবে, তারা ফিরবে তাদের শৈশবের স্মৃতিময় শহরে ২৭ বছর পর। ফিরবে ভয়ংকর ‘ইট’–এ।