শাহরুখ লিখলেন, ‘বলিউডের অনেক ছায়া’; সুনেরাহ লিখেছেন, ‘দেশি রাজকন্যা’

ফেসবুকে তারকারা বেশির ভাগ সময়ই সরব থাকেন। প্রকাশ করেন তাঁদের কাজের খবরসহ নানা ঘটনা। কখনো সেগুলোই বৈচিত্র্য হয়ে ধরা দেয় ভক্তদের কাছে। অভিনয়শিল্পী অপূর্ব, মেহজাবীন চৌধুরী, নীহাদের ফেসবুক পোস্টের ঘটনাগুলো সে কথাই বলে। একনজরে দেখে নিতে পারেন ফেসবুকের পাতা থেকে তারকাদের মনের কথা।
পছন্দের মানুষ ও তাঁর বাচ্চা প্রসঙ্গে অভিনেতা জিয়াউল ফারুক অপূর্ব লিখেছেন, ‘যদি জানেন ক্রাশ বিবাহিত এবং ২টা বাচ্চা আছে, তখন কী অবস্থা হবে?’ এটা মূলত তাঁর অভিনীত ‘তুমি আমি পাশাপাশি’ নাটকের ঘটনা। নাটকের প্রচারণায় একটি ভিডিও পোস্ট করেছেন অপূর্ব।
ছবি: ফেসবুক থেকে
অভিনেত্রী সুনেরাহ বিনতে কামাল সিনেমা দিয়ে পরিচিতি পেলেও বর্তমানে আরশ খানের সঙ্গে জুটি হয়ে নাটকে বেশি অভিনয় করেছেন। তিনি ছবিটি পোস্ট করে লিখেছেন, ‘দেশি রাজকন্যা’।
কদিন আগেই শাহরুখ–পুত্র আরিয়ান খান নেটফ্লিক্সের সিরিজ নির্মাণের ঘোষণা দেন। সেই অনুষ্ঠানে শাহরুখ খান ও আরিয়ান দীর্ঘদিন পর একসঙ্গে প্রকাশ্যে এসে ভাইরাল হন। ছেলের সেই সিরিজের ট্রেলার আসছে। সেই খবরের সঙ্গে ছবিটি পোস্ট করে শাহরুখ লিখেছেন, ‘বলিউডের অনেক ছায়া...আপনি কি তাদের সাক্ষী হতে প্রস্তুত?’
নিয়মিতই ফেসবুকে নানান সাজে ছবি পোস্ট করেন তরুণ অভিনেত্রী নাজনীন নীহা। তিনি ছবিটি পোস্ট করে লিখেছেন, ‘সাদার সরলতায়, লালের অনাবিল ভালোবাসা…একটুকরো হাসি, একটুকরো শান্তি, আর একটুকরো ফুলের গন্ধেই লুকিয়ে থাকে জীবনের আসল সৌন্দর্য।’
গতকাল ছিল পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণ। সবাই যখন পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণ দেখে ফেসবুকে সেই ছবি পোস্ট করছেন। তখন ফেসবুকে স্বামী আদনান আল রাজীবের ছবি পোস্ট করে অভিনেত্রী মেহজাবীন চৌধুরী লিখেছেন, ‘আমার মুন।’