তোমাকে আমার ভালো লাগছে, টাকা লাগবে না, কিন্তু ডলার দিয়ো...

ফেসবুকে তারকারা বেশির ভাগ সময়ই সরব থাকেন। প্রকাশ করেন তাঁদের কাজের খবরসহ নানা ঘটনা। কখনো সেগুলোই বৈচিত্র্য হয়ে ধরা দেয় ভক্তদের কাছে। অভিনয়শিল্পী জয়া আহসান, নিলয় ও নীহাদের ফেসবুক পোস্টের ঘটনাগুলো সে কথাই বলে। একনজরে দেখে নিতে পারেন ফেসবুকের পাতা থেকে তারকাদের মনের কথা।
নতুন কাজ নিয়ে দুই বাংলায় আলোচনায় রয়েছেন জয়া আহসান। দেশে ওটিটিতে মুক্তি পেয়েছে জয়ার সিনেমা ‘জয়া আর শারমিন’। সিনেমা হলে মুক্তি পেয়েছে ‘ফেরেশতে’। অন্যদিকে কলকাতায় এখনো চলছে ‘পুতুলনাচের ইতিকথা’। কাজই নয়, তিনি আলোচনায় থাকেন সামাজিক যোগাযোগমাধ্যমের পোস্টে। সম্প্রতি তিনি ছবিটি পোস্ট করে লিখেছেন, ‘বাসন্তী কৃষ্ণচূড়া ছড়িয়ে আছে কবি বা কবিতার মধ্যবর্তী কোনো খানে, গোলাপ ফুল হয়ে পাতার ভাঁজে।’
ছবি: ফেসবুক থেকে
অভিনেতা নিলয় আলমগীর গত মাসে যুক্তরাষ্ট্রে গিয়েছেন। দেশে ফিরেছেন কি না, সেটা ভক্তদের জানাননি। ছবিটি পোস্ট করে তিনি লিখেছেন, ‘চাচিকে বললাম, চুল কাটা ভালো না হলে টাকা দেব না। চাচি বললেন, “তোমাকে আমার ভালো লাগছে, টাকা লাগবে না, কিন্তু ডলার দিয়ো।”’
গায়িকা পূজা সেনগুপ্ত গোধূলিলগ্নে কাশফুলের সঙ্গে ছবি দিয়ে ফেসবুক পোস্টে লিখেছেন, ‘গোল্ডেন হাওয়ার। দারুণ এক নিস্তব্ধতার মুহূর্তে। যেন শান্ত এক সুর।’
সময়ের ব্যস্ত অভিনেত্রীদের মধ্যে একজন নাজনীন নীহা। আলোচিত তারকাদের সঙ্গে অভিনয় করে প্রশংসা পাচ্ছেন। তিনি ছবিটি পোস্ট করে লিখেছেন, ‘না–বলা কথাগুলো।’
৫. গায়িকা সালমা ছবিটি পোস্ট করে লিখেছেন, ‘গান আমাদের ইমোশনালি টাচ করে। শব্দমালা বা কথা বেশির ভাগ সময় সেভাবে পারে না।’