মাসুমা রহমান নাবিলা এখন সেই অর্থে নাটকে অভিনয় করেন না। বিশেষ অনুষ্ঠানের উপস্থাপনা এবং বিজ্ঞাপনচিত্রের কাজ নিয়ে ব্যস্ত থাকেন। মাঝেমধ্যে গল্প পছন্দ হলে চলচ্চিত্রে অভিনয় করেন। অভিনয় অঙ্গনের এই তারকা এখন আছেন লন্ডনে। সেখানে ঘোরাঘুরি করছেন তিনি। বিলেতের পথে–প্রান্তরে ঘুরে বেড়ানো নাবিলার স্থিরচিত্র দেখে নেওয়া যাক: