মাসুমা রহমান নাবিলা
মাসুমা রহমান নাবিলা

বিলেতের পথে–প্রান্তরে নাবিলা

মাসুমা রহমান নাবিলা এখন সেই অর্থে নাটকে অভিনয় করেন না। বিশেষ অনুষ্ঠানের উপস্থাপনা এবং বিজ্ঞাপনচিত্রের কাজ নিয়ে ব্যস্ত থাকেন। মাঝেমধ্যে গল্প পছন্দ হলে চলচ্চিত্রে অভিনয় করেন। অভিনয় অঙ্গনের এই তারকা এখন আছেন লন্ডনে। সেখানে ঘোরাঘুরি করছেন তিনি। বিলেতের পথে–প্রান্তরে ঘুরে বেড়ানো নাবিলার স্থিরচিত্র দেখে নেওয়া যাক:
বিশ্বের সবচেয়ে বিলাসবহুল, দামি বাড়ির একটি বাকিংহাম প্যালেস। যুক্তরাজ্যের লন্ডনে অবস্থিত বাড়িটি ব্রিটিশ রাজার আনুষ্ঠানিক বাসভবন ও প্রশাসনিক দপ্তর। এর দাম ৪৯০ কোটি মার্কিন ডলার (বাংলাদেশি মুদ্রায় ৫৮ হাজার ৮০০ কোটি টাকা প্রায়)। মূলত ১৭০৫ সালে নির্মাণ করা হলেও বিভিন্ন সময় প্রাসাদের সংস্কারকাজ চালানো হয়েছে। ব্রিটিশ রাজতন্ত্র ও মর্যাদার প্রতীক হিসেবে বিবেচনা করা হয় এটিকে। প্রাসাদে আছে নয়নাভিরাম বাগান ও বিখ্যাত ব্যালকনি। বিশেষ অনুষ্ঠানগুলোতে জনসমক্ষে হাজির হতে রাজপরিবারের সদস্যরা ওই ব্যালকনিতে আসেন। এ ছাড়া প্রাসাদে একটি শিল্প সংগ্রহশালা ও জমকালো অনুষ্ঠানস্থল আছে। লন্ডনে ঘুরতে গিয়ে বাকিংহাম প্যালেসের সামনে গিয়ে মুহূর্ত ধরে রাখাটা হাতছাড়া করলেন না ‘তুফান’খ্যাত এই অভিনয়শিল্পী।
নাবিলাকে সর্বশেষ বাংলাদেশ টেলিভিশনের একটি অনুষ্ঠান উপস্থাপনায় দেখা গেছে। এতে তাঁর অতিথি ছিলেন শাকিব খান। এরপর তাঁকে আর নতুন কোনো অনুষ্ঠান কিংবা শুটিংয়ে দেখা যায়নি। বর্তমানে অবকাশযাপনে তিনি লন্ডনে আছেন। নানা মুহূর্তের স্থিরচিত্র সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট করছেন। লন্ডনের টাওয়ার ব্রিজের পাশে সানগ্লাস চোখে দিয়ে একটি ছবি পোস্ট করে জানালেন, ছোটবেলা থেকেই তাঁর ইচ্ছা ছিল, লন্ডনের টাওয়ার ব্রিজের ওখানে যাবেন, এবার সেই স্বপ্নই সত্যি হলো।
নাবিলা কবে দেশে ফিরবেন, কবে সেখানে গেছেন, এ বিষয়ে বিস্তারিত কিছুই উল্লেখ করেননি তাঁর সামাজিক যোগাযোগমাধ্যমে। এদিকে জানা গেছে, নাবিলা অভিনীত নতুন ছবি ‘বনলতা সেন’ মুক্তির অপেক্ষায় আছে। এই ছবির শুটিং, ডাবিং, সম্পাদনা, রংবিন্যাস, আবহসংগীতের কাজ—সবই শেষ। শিগগিরই ‘বনলতা সেন’ চলচ্চিত্র সার্টিফিকেশন বোর্ডেও জমা পড়বে। পরিচালক মাসুদ হাসান উজ্জ্বল জানালেন, এখন পর্যন্ত যে পরিকল্পনা, তাতে আগামী সেপ্টেম্বরে ছবিটি মুক্তি দিতে চান। সেভাবেই প্রস্তুতি নেওয়া হচ্ছে।
‘বনলতা সেন’ ছবির অন্যতম কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছেন নাবিলা। উপস্থাপক নাবিলার এটি চতুর্থ চলচ্চিত্র। শাকিব খানের বিপরীতে ‘তুফান’ ছবিতে অভিনয় করেছেন সর্বশেষ। ২০২৪ সালে মুক্তি পাওয়া ছবিটি হিট হয়। শুটিংয়ের অভিজ্ঞতা দারুণ জানিয়ে নাবিলা বললেন, ‘উজ্জ্বল ভাই তো অনেক বড় ক্যানভাসে কাজ করেন। তাঁর সিনেমা হচ্ছে কবিতার মতো। এত সুন্দর করে বানান।’
এদিকে চুপিসারেই ‘আঁকা’ নামে নতুন একটি সিরিজের শুটিং শেষ করেছেন নাবিলা। ভিকি জাহেদ পরিচালিত এই সিরিজে নাবিলার সহশিল্পী আফরান নিশো। ছবির গল্প ও অন্যান্য বিষয়ে পরিচালক বা প্রযোজনা প্রতিষ্ঠান—কেউই আপাতত কিছু বলতে চাইছেন না। তবে এটুকু জানা গেছে, ছয় পর্বের সিরিজটি আগামী মাসের প্রথম দিকে হইচইয়ে মুক্তি পেতে পারে। ছবিতে মেয়ের সঙ্গে অভিনয়শিল্পী মা নাবিলা